উৎসবের আবহের মধ্যেই দলের বিরুদ্ধে মুখ খুললেন জলঙ্গির তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুর রজ্জাক। মুর্শিদাবাদের জলঙ্গিতে অঞ্চল সভাপতির নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর তা নি✱য়েই এবার নিজের ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুর রজ্জাক। নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে জলঙ্গি দক্ষিণ ও উত্তরের দুই ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। আর তাতেই জেলার রাজনীতিতে🐼 শোরগোল পড়ে গিয়েছে।
ঠিক কী বলেছেন জলঙ্গির বিধায়ক? তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুর রজ্জাক অভিযোগ করেন, তাঁকে না জানিয়েই অঞ্চল সভাপতি ঠিক করেছেন জলঙ্গির দক্ষিণ ব্লক সভাপতি মোহিত দেবনাথ এবং উত্তর ব্লক সভাপতি বিষ্ণুপদ সরকার। এই নিয়ে আবদুর রজ্জাক বলেন, ‘যাঁদের অঞ্চল সভাপতি করা হয়েছে, তাঁরা কিছুদিন আগে পর্যন্ত বিরোধী দলে ছিল বা নির্দল করত। যাঁরা ব্লক সভাপতি হয়েছেন, তাঁরা সভাপতি হওয়ার পর কী হয়েছে আপনারা লক্ষ্য করেছেন। এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ব্যক্তিদ্বন্দ্ব। ব্যক্তি🍎স্বার্থ চরিতার্থ করতে এরকম করছে এরা। জলঙ্গি বিধানসভার মানুষ তাদের চেনে। এই অশুভ শক্তি সরে য♕াক।’
বিষয়টি ঠিক কী ঘটেছে? জলঙ্গি দক্ষিণ এবং উত্তরের দুই ব্লক সভাপতি ঠিক করা হয়েছে। তা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক। যদিও অঞ্চল সভাপতি নির্বাচন নিয়ে বিধায়ক য✤ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তা নিয়ে মুখ খোলেননি জলঙ্গির দক্ষিণ ব্লক সভাপতি মোহিত দেবনাথ। তাঁর পালটা দ♛াবি, জেলা নেতৃত্বের নির্দেশ মেনেই অঞ্চল সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। যাঁদ෴ের নাম ঘোষণা করা হয়েছে, তাঁরা একুশের বিধানসভা নির্বাচনে আবদুর রজ্জাকের হয়ে কাজ করেছেন।
উল্লেখ্য, বছꩵর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তাই ইতিমধ্যে সমস্ত জেলায় সংগঠন ঢেলে সাজꦑানো হয়েছে। খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তারপরেও ব্লক সভাপতিদের বিরুদ্ধে জলঙ্গি বিধায়কের প্রকাশ্যে মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।