সেমসাইড গোল খেল তৃণমূল কংগ্রেস। কারণ এক বিধায়ক আর এক শীর্ষ নেতা সম্পর্কে গালিগালাজ করেছে। আর তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজ একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে শোনা যাচ্ছে, ‘একজন ক্রিমিনালকে নির্বাচনে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। এতদিন বন্যা ত্রাণের কোটি কোটি টাকা মেরেছে। এবার বাংলা আবাস যোজনার ২৫০ কোটি টাকা আত্মসাৎ করবে।’ এক তৃণমূল কংগ্রেস বিধায়ককে এভাবেই আক্রমণ করল দলেরই এক নেতা। বিস্ফোরক সেই অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা তৃণমূল কংগ্রেসে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অডিও ক্লিপ পাঠানো হচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনিই ব্যবস্থা নেবেন। যদিও এই অডিও ক্লিপ যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল।এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তজমুল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসেরই নেতা আমিনুল হক। এই ক্লিপ ফাঁস হতেই লিখিত অভিযোগ জমা পড়েছে দলীয় নেতৃত্বের কাছে। শুক্রবার এই অডিও ক্লিপ নিয়ে বৈঠকে বসেছে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল কংগ্রেস।ঠিক কী শোনা গিয়েছে অডিও ক্লিপ? শোনা যাচ্ছে, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের প্রথমসারির দাপুটে নেতা আমিনুল আর এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বলছেন, ‘এই এলাকায় যাঁকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সে চামার, ক্রিমিনাল। বন্যাত্রানের কোটি কোটি টাকা মেরেছে। বাংলা আবাস যোজনার যে ২০০–২৫০ কোটি টাকা এবার আত্মসাৎ করবে। তাই তিনি নির্বাচনের লড়াইতে থাকতে চান না।’ এমনকী আমিনুল হক সেই তৃণমূল কংগ্রেস কর্মীকে নির্বাচনের কাজে নামতে নিরুৎসাহিতও করছেন। এটা অবশ্য নির্বাচনের আগের কথোপকথন বলে মনে করা হচ্ছে।এই অডিও ক্সিপ ভাইরাল হতেই কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়া বলেন, ‘তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রমাণ হল। এটা কাটমানির সরকার। যেদিন জনসাধারণ সেটা বুঝবে সেদিন সরকার গড়বে বিজেপি। যদিও আমিনুলের দাবি, এটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র। এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, ‘শুধু বিধায়ককে নয়, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করা হয়েছে।’