২৪ ঘণ্টার ম🍨ধ্যে ছিনতাই হওয়া ৫ লক্ষ টাকা সোনার গয়না, ছিনতাই চক্রের মূল পাণ্ডাসহ ২ জনকে গ্রেফতার করল উস্তি থানার পুলিশ। উদ্ধার হওয়া গয়না নিয়ে ডায়মন্ড হারবার এসডিও অফিসে পুলিশ সুপার রাহুল গোস্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার লুৎফর ডিউ নামে এক মহিলা বাস থেকে নামার পর হঠাৎ করেই দেখতে পায় তার ব্যাগ থেকে সমস্ত সোনার গহনা সহ বেশ কিছু নগদ খোয়া গিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। ওই মহিলা উস্তি থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। আর এরপরই পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই ঘটনার সাথে মথুরাপুর থানা এলাকার বানজারা টিম যুক্ত থাকতে পারে। এরপরই উস্তি ও মথুরাপুর থান🌊ার পুলিশের যৌথ উদ্যোগে তল্লাশি চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মথুরাপুর থানা এলাকার কৃষ্ণচন্দ্রপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে খোয়া যাওয়া সোনার নেকলেস চেন ঘড়িসহ বেশ কিছু নগদ উদ্ধার করে পুলিশ।
পুলিশের সাফল্য নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী। পাশাপাশি ধৃত দুজনকে গতকাল আদালতে পাঠানোর🐠 পাশাপাশি তাদের পুলিশি হেফাজতে নেয়া হবে তদন্তের জন্য এমনটাও জানা যায়।