মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের রশিদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ফুলহার নদী। প্রতিবছর বর্ষায় নদীর জল বাড়তেই ভয়ঙ্কর ধ্বংসলীলা চালায় নদীটি। তীব্র ভাঙন দেখা যায় নদীর দুই তীরে। বিশেষ করে রশিদপুরে নদী ভাঙনের সমস্যা দীর্ঘদিনের। এ নিয়ে বারবার রাজনৈতিক নেতারা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। কিন্তু, সেই আশ্বাস পূরণ করা হয়নি বলে অভিযোগ। এই꧙ অবস্থায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার মানুষদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন।
আরও পড়ুন: নদী ভাঙনে তলিয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প, কেন্দ্রকে তুলোধনা রতুয়ার বি🦂ধায়কের
আজ রবিবার রশিদপুর গ্রামে নদী ভাঙন খতিয়ে দেখতে যান মন্ত্রী। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষা শুরু হতেই নদীতে জল বাড়তে শুরু করেছে। এরফলে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এমন অবস্থায় তারা আতঙ্কে ভুগছেন। এনিয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও লাভ হয়নি। তাই আজ মন্ত্রী এলাকায় যেতেই তাঁকে ঘিরে ব﷽িক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তারা ভাঙন রোধ সহ পুনর্বাসন এবং একাধিক দাবি জানান মন্ত্রীর কাছে।
ভাঙন কবলিত এলাকার মানুষজন অভিযোগ করেন, গত বছরও মন্ত্রী এই এলাকায় পরিদর্শনে এসেছিলেন। সেই সময় বন্যা রোধে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, আজ অবধি সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এখন আবার ভাঙন শুরু হতেই তিনিꦉ এলাকায় এসেছেন। তাদের প্রশ্ন, এখন কীভাবে তিনি এই ভাঙন রোধ 🎉করবেন।