মঞ্চে তখন উপস্থিত ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে উঠলেন, 'ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।' ঘটনাটি ঘটে ঝাড়গ্রামে বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মদিবসের অনুষ্ঠানে। উল্লেখ্য, গতকাল ঝাড়গ্রামের আদিবাসী ভবনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোাধ্যায়। সেখানেই ঝাড়গ্রামের ক্রীড়াবিদদের সাফল্য তুলে ধরছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই সাফল্যের নেপথ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'স্বপ্নের অ্যাকাডেমির' ভূমিকা রয়েছে, তাও মনে করান অরূপ। সেই সময়ই ঝাড়গ্রামের ক্রীড়াবিদদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। তোমরা পাবে, এই বিশ্বাস আমার আছে।' অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য রাখার সময় আর্চারি অ্যাকাডেমির ক্রীড়াবিদদের দিকে তাকিয়ে ছিলেন। এই আবহে শুধু আর্চারি নিয়ে যদি এই কথা মমতা বলে থাকেন, তাহলে তাতে কোনও ভুল নেই। কারণ সোনা তো দূর, আর্চারিতে আজ পর্যন্ত ভারত কোনও পদকই অলিম্পিক থেকে পায়নি। তবে এবছরের অলিম্পিকে পদক পাওয়ার খুবই কাছে চলে এসেছিল ভারত। (আরও পড়ুন: হাসপꦯাতালের নবজাতক বিভাগে আগুন, মর্মান্তিক মৃত্যু ১০ সদ্যꦬজাত শিশুর)
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিমান বসু, ফিরলেন পার🤪্টি অফিসে নিজ ꧙বাসস্থানে
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন 'ভুল' সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই নিয়ে বালুরঘাটের সাংসদ লেখেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি অযৌক্তিক মন্তব্য! অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় ক্রীড়🌳াবিদদের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এতে তাঁর অজ্ঞতা বা কেন্দ্র বিরোধী নীতি প্রচারের ইচ্ছাকৃত প্রচেষ্টাই প্রতিফলিত হয়েছে। কেন্দ্রের বিরোধিতা এক কথা, কিন্তু জাতীয় গৌরব ক্ষুণ্ণ করা অগ্রহণযোগ্য।'