উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হল। চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com/sscorg/wbssc/home থেকে চাকরিপ্রার্থীরা মেধাতালিকা দেখতে পারবেন। বুধবার দিনভর অপেক্ষার পরেඣ বিকেলের দিকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, গত ২৫ অগস্ট কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটা ম𒊎েনেই প্যানেল এবং প্রভিশনাল ওয়েটিং লিস্ট প্রকাশ করা হল। তবে কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। কমিশন সূত্রে খবর, পুজোর আগেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে।
কীভাবে উচ্চ প্রাথমিকের নয়া মেধাতালিকা দেখতে হবে?
১) পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশ🃏নের অফিসিয়াল ওয়েবসাইট www.w💟estbengalssc.com/sscorg/wbssc/home-তে যেতে হবে।
২) হোমপেজেই ‘Provisional Panel and Waiting list of 1st SLST(AT), 2016 in c/w notice vide Memo No.882/6723(IV)/CSSC/ESTT/2024 Dated: 25.09.2024.’ আছে। সেটার নীচেই আছে ‘Click here to view the Panel’ এবং ‘Click here to view the Waitlist’। যদি প্যানেল দেখতে চা💦ন, তাহলে ‘Click here to view the Panel’-তে ক্লিক করতে হবে। নাহলে ক্লিক করতে হবে ‘Click here to v💮iew the Waitlist’-তে।
৩) একটি পিডিএফ খুলে যাবে। সে𝐆টাই হল ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্যানেল।
উচ্চ প্রাথমিকের নয়া মেধাতালিকা দেখে নিন
উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্ট দেখে নিন
কোন পথে উচ্চ প্রাথমিকের নয়া মেধাতালিকা প্রকাশিত হল?
১) প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। মেধাতালিকা প্রকাশিত হলেও দুর্নীতির 🍌অভিযোগ উঠেছিল।
২) দীর্ঘদিন আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের ඣশিক্ষক নিয়োগ প্রক্রিয়া🐈 (প্রথম এসএলএলটি, ২০১৬ সাল, আপার প্রাইমারি)।
৩) চলতি বছরের ২৮ 🎃অগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক ন𝕴িয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকায় মোট ১৪,০৫২ জন প্রার্থীর নাম রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আগে মেধাতালিকায় ১২,৫৮৯ জনের নাম ছিল। সেইসঙ্গে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় যে ১,৪৩৬ জনের নাম বাদ পড়েছিল, তাঁদেরও নয়া মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল।
৪) সেদিনই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের 🎃মধ্যে কমিশনকে মেধাতালিকা প্রকাশ করত💯ে হবে। আর তারপর কাউন্সেলিং সম্পন্ন করে চার সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
৫) যদিও হাইকোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কয়েকজন প্রার্থী। তাঁরা দাবি করেছিলেন, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তা সংরক্ষণ নীতির বিরোধী। যদিও মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় 𝓀যে এই বিষয়টি নিয়ে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না।
৬) বুধবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করল পশ্চি♛মবঙ্গ স্কুল সা༒র্ভিস কমিশন।