মমতা বন্দ্যোপাধ্যায়: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবকꦯ এবং শিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই। তোমাদের আগামী দিনগুলি আরও সাফল্যমণ্ডিত হোক, তোমাদের ভালো কাজ দেশের মুখ আরও উজ্জ্বল করুক - এই প্রার্থনা করি। যারা কোনও কারণে আজ সফল হতে পারোনি, তাদের বলব যে তোমরা মন খারাপ কর না। লক্ষ্য স্থির রেখে এক মনে এগিয়ে চল। আগামিদিনে তোমরাও নিশ্চিতভাবে সাফল্য পাবে। তোমাদের জন্য রইল আমার আন্তরি෴ক শুভকামনা।
পꩲশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রে পাশের হার হল ৯৯.৬ শতাংশ। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) ক্ষেত্রে পাশের হার ৯৯.৬ শতাংশ। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) ক্ষেত্রে পাশের হার হল ৯৯.৪ শতাংশ। অন্যান্য বোর্ডের পাশের হার ৯৯.১ শতাংশ।
06 Jun 2024, 03:19 PM ISTরাজ্য জয়েন্টের মেধাতালিকায় আছেন কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) দু'জন পড়ুয়া। তাঁরা হলেন - বিবশ্বন বিশ্বাস (তৃতীয় 🌠স্থানাধিকারী) এবং ঋতম বন্দ্যোপাধ্যায় (ষষ্ঠ স্থানাধিকারী)।
রাজ্য জয়েন্টের মেধাতালিকায় থাকা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়ারা হলেন - ইরাদ্রি বসু খণ্ড (চতুর্থ স্থানাধিকারী), ময়ূখ চক্রবর্👍তী (পঞ্চম𝓰 স্থানাধিকারী), অথর্ব সিংহানিয়া (অষ্টম স্থানাধিকারী) এবং বিজিত মইশ (দশম স্থানাধিকারী)।
06 Jun 2024, 03:14 PM ISTরাজ্য জয়েন্টের পরীক্༒ষার মেধাতালিকায় পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চারজন পড়ুয়া আছেন। তাঁরা হলেন - কিংশুক পাত্র (প্রথম স্থানাধিকারী), শুভ্রদীপ পাল (দ্বিতীয় স্থানাধিকারী), অভীক দাস (সপ্তম স্থানাধিকারী) এবং শৌ🦄নক কর (নবম স্থানাধিকারী)।
সপ্তম হয়েছেন অভীক দাস। তিনি আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের পড়ুয়া। অষ্টম হয়েছেন অথর্ব সিংহানিয়া। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র তিনি। নবম স♒্থান অধিকার করেছেন শৌনক কর। তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট হাইস্কুলের পড়ুয়া। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের প্রতাপগড়ের বিডিএম ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া বিজিত মইশ দশম হয়েছেন।
06 Jun 2024, 03:10 PM ISTচতুর্থ হয়েছেন ইরাদ্রি বসু খণ্ড। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ির দার্জ🗹িলিং পাবলিক স্কꦓুলের পড়ুয়া। পঞ্চম হয়েছেন কলকাতার সাউথ পয়েন্ট হাইস্কুলের পডুয়া ময়ূখ চক্রবর্তী। ষষ্ঠ হয়েছেন হুগলির ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের পড়ুয়া ঋতম বন্দ্যোপাধ্যায়।
এবার রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়া জিলা স্কুলের পড়ুয়া কিংশুক পাত্র। দ্বিতীয় হয়েছেন শুভদীপ পাল। তিনি নদিয়ার কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাইস্কুলের পড়ুয়া। তৃতীয় হলেন বিবশ্বন বিশ্বা♔স। তিনি নদিয়ার কৃষ্ণনগরের বিশাল মোরো স্কুলের ছাত্র।
06 Jun 2024, 03:01 PM ISTএবার জয়েন্টে পাশের হার হল ৯৯.৫৩ শতাংশ। গতবার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। অর্থাৎ এবার রাজ্য জয়েন্ট পরীক্ষায় পাশের হার সামান্য বেড়েছে। তাঁরা 'র্যা🏅𓂃ঙ্ক কার্ড' পাবেন। মোট উত্তীর্ণ হয়েছেন ১,১২,৯৫৩ জন। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৭৮,৬২১ জন। ছাত্রী হলেন ৩৪,৩৪২ জন।
মোট নথিভুক্ত প্রার্থী ছিলেন ১,৮২,৬৯৪ জন। যা গতবারের ১৪.🦹২২ শতাংশ বেশি। আর এবার পরীক্ষা দিয়েছেন ১,১৩,৪৯২ জন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের পড়ুয়া হলেন ৮৭,৩৭৯ জন। রাজ্যের বাইরের ২৬,১১৩ জন প্রার্থীও জয়েন্ট পরীক্ষা দিয়েছিলেন🙈।
06 Jun 2024, 02:55 PM ISTকবে থেকে এবারের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে রাজ্য জয়েন্ট বোর্ডের 🌃তরফে কিছু জানানো হয়নি। বুধবার সাংবাদিক বৈঠকে কাউন্সেলিংয়ের সম্ভাব্য সময় নিয়ে মুখ খুলতে চাননি রাজ্য জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। তিনি জানান যে কাউন্সেলিং যাতে দ্রুত করা যায়, সেজন্য যাবতীয় পদক্ষেপ করা হবে। তবে পুরোটা নির্ভর করছে তিনটি সংস্থার উপরে - অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিকাল এডুকেশনের (AICTE), কাউন্সিল অফ আর্কিটেকচার এবং ফার্মাসি কাউন্সিল অফ ♊ইন্ডিয়া।
এবার জয়েন্ট পরীক্ষার মেধাতালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে চারজন হলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষౠা সংসদের পড়ুয়া। গতবার তিনজন ছিলেন। চারজন হলেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়া। বাকি দু'জন হলেন কাউন্সিল অফ ইন্ডি🧔য়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) পড়ুয়া।
06 Jun 2024, 02:40 PM IST২০২৩ সালে রাজ্য জয়েন্ট পরীক্ষার পাশের হার ছিল ৯৯.৪ শতাংশ। একই স্কুলের দুই পড়ুয়া প্রথম এবং দ্বিতীয় স্থান করেছিলেন। তাঁরা দিল্লি প𒀰াবলিক স্কুলের পড়ুয়া ছꦏিলেন।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশের জন্য সাংবাদিক বৈঠক শুরু করা হল। এখন সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হচ্ছে। জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হচ্ছে। প্রকাশ করা হচ্ছে মেধাতালিকা। তবে অনলাইনে রেজাল্ট ♋জানার জন্য আরও ৯০ মিনিট অপেক্ষা করতে হবে। রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল ঘোষণার লাইভ আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
06 Jun 2024, 02:20 PM ISTপ্রথমেই প্রার্থীদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in-তে যেতে হবে। সেখান♍ে WBJEE 2024-র লিঙ্কে যেতে হবে প্রার্থীদের। সেখানে ক্লিক করে লগইন করতে হবে। সেখান থেকে 'র্যাঙ্ক কার্ড' ডাউনলোড করতে পারবেন।
২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকায় মাত্র তিনজন করে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া ছিলেন। 𓆏২০২২ সালে দু'জন ছিলেন। এবার কি মেধাতালিকায় উচ্চমাধ্যমিক সংসদের পড়ুয়াদের সংখ্যা বাড়বে? উত্তরটা মিলবে একটু পরে।
06 Jun 2024, 02:04 PM ISTপশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in থেকে প্রার্থীরা ন🌠িজেদের ফলাফল দেখতে পারবেন। যে ফলাফলের উপরই কিছুটা হলেও নির্ভর করবে তাঁদের ভবিষ্যৎ। রাজ্যের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি🐲 বা আর্কিটেকচার বা ফার্মেসি ডিগ্রি কোর্সে ভরতি হতে পারবেন তাঁরা।
একটু পরেই রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ🔯িত হতে চলেছে। দুপুর ২ টো ৩০ মিনিট থেকে সাংবাদিক বৈঠক শুরু করবেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আধিকারিকরা। জয়েন্ট পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হবে। প্রকাশ করা হবে মেধাতালিকা। তবে অনলাইনে রেজাল্ট জানার জন্য আরও ৯০ মিনিট অপেক্ষা করতে হবে।