সিপিএমের রাজ্য় সম্মেলনের শেষ দিনে ডানকুনিতে প্রকা☂শ্য সভা। সেই সভাতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা প্রকাশ কারাট ও বৃন্দা কারাট।
প্রকাশ কারাট সিপিএমের প্রকাশ্য় সভায় বলেন, সভায় প্রচুর লো🙈কসমাগম হয়েছে। দলকে সংগ্রামের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হচ্ছে। আমাদের দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। কেন্দ্রে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়ছে আমাদের দল। গোটা বাংলায় গুন্ডাাবাজির বিরুদ্ধে লড়াই জারি রয়েছে সিপিএমের। ৪দিন ধরে ডানকুনিতে রয়েছি। রোজই সংবাদপত্র খুললেই দেখি নারী নির্যাতনের খবর। আরজি করে ব্যাপারেও শুনেছিলাম। রোজ এখানে মহিলারা আক্রান্ত হচ্ছেন। এটা আমরা মেনে নেব না।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের দুধরনের বিপদ। একদিকে টিএমসির জনবিরোধী চরিত্র। অন্যদিকে বিজেপির পেছনে কা🐼জ করছে আরএসএস। আরএসএস সাম্প্রদায়িক বিষ ছড়ানোর কাজ করছে। এই রাজ্য়ের সাম্প্রদায়িক মৌলবাদ তা সে হিন্দু বা মুসলিম যাই হোক না তার কোনও ব্যাপার ছিল না।
তিনি বলেন, আরএসএস প্রধান মোহন ভাগবত বাংলায় দশ দিন ছিলেন। পুজোপাঠ করার জন্য় তিনি এখানে আসেননি। আরএসএসকে মজবুত করার জন্য তিনি এসেছিলেন। সাম্প্রদায়িক অ্য়াজেন্ডা নিয়ে তিনি এস🦂েছিলেন। তিনি বলেন, রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে বিজেপি আরএসএসের বিরুদ্ধে আমরা লড়তে পারি। আরএসএস🔯 ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়ার সিদ্ধান্ত হয়েছে।
সেই সঙ্গেইꦗ প্রকাশ কারাট আবেদন করেন, বিজেপির বিকল্প তৃণমূল নয় আর তৃণমূলের বিকল্প বিজেপি নয়। বামপন্থাই তৃতীয় বিকল্প। সে🗹ই তৃতীয় বিকল্পকে আরও শক্তিশালী করার আহ্বান করেন তিনি।
প্রসঙ্গত সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন মোহন ভাগবত। তিনি পূর্ব বর্ধমানে বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, 'সংঘের তো একটাই কাজ সমাজকে সংগঠিত করা, সংগঠিত রাখা। এর জন্য এই ধরনের জীবন যাপন করতে পারবেন এমন স্ময়ংসেবকদের তৈরি করা। এটাই সংঘের কাজ। সংঘের কাজকে বুঝতে হবে। অনেক শতক পরে এমন কাজ ভারতে হচ্ছে। আমার মনে হচ্ছে তথাগত বুদ্ধের পরে প্রথম এই ধরনের কাজ গোট♍া ভারতে হচ্ছে। এগুলি বোঝার জন্য সময় লাগে। যাদের ভয় লাগবে তাদের স্বার্থের দোকান বন্ধ হয়ে যাবে তারা নানারকম অপপ্রচার করেন। নানা ধরনের ভুল কথা বলেন। কিন্তু আমার অনুরোধ হল সংঘকে বোঝার জন্য় সংঘের ভেতরে আসুন। এই সংঘের ভেতরে আসার জন্য় কোনও ফিজ দিতে হয় না। কোনও আনুষ্ঠানিক সদস্যপদেরও ব্যাপার নেই। মন চাইলে আসতে পারেন। আর মন যদি না চায় তবে চলেও যেতে পারেন। সংঘকে দেখুন। এর ভেতরে আসুন। আমি যা বলি, বার বার বলি… সংঘের স্ময়ং সেবক হয়ে যান। এটা ভালোবাসার উপর কাজ। এখানে জবরদস্তি নেই। কিছুই মিলবে না। স্বার্থহীন কাজ। লোভ লালসার ব্যাপার নয়। এখানে কিছুই মিলবে না। উলটে আপনার কাছে যা আছে তা দিতে হবে।'