সিপিএমের রাজ্য় সম্মেলনের শেষ দিনে ডানকু♌নিতে প্রকাশ্য সভা। সেই সভাতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা প্রকাশ কারাট ও বৃন্দা কারাট।
প্রকাশ কারাট সিপিএমের প্রকাশ্য় সভায় বলেন, সভায় প্রচুর লোকসমাগম হয়েছে। দলকে সংগ্রামের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হচ্ছে। আমাদের দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। কেন্দ্রে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়ছে আমাদের দল। গোটা বাংলায় গুন্ডাাবাজির বিরুদ্ধে লড়াই জারি রয়েছে সিপিএমের। ৪দিন ধরে ডানকুনিতে রয়েছি। রোজই সংবাদপত্র খুললেই দেখি নারী 🏅নির্যাতনের খবর। আরজি করে ব্যাপারেও শুনেছিলাম। রোজ এখানে মহিলারা আক্রান্ত হচ্ছেন। এটা আমরা মেনে নেব না।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের দুধরনের বিপদ। একদিকে টিএম🤪সির জনবিরোধী চরিত্র। অন্যদিকে বিজেপির পেছনে কাজ করছে আরএসএস। আরএসএস সাম্প্রদায়িক বিষ ছড়ানোর কাজ করছে। এই রাজ্য়ের সাম্প্রদায়িক মৌলবাদ তা সে হিন্দু বা মুসলিম যাই হোক না তার কোনও ব্যাপার ছিল না।
তিনি বলেন, আরএসএস প্রধান মোহন ভাগবত বাংলায় দশ দিন ছিলেন। পুজোপাঠ করার জন্য় তিনি এখানে আসেননি। আরএসএসকে মজবুত করার জন্য তিনি এসেছিলেন। সাম্প্রদায়িক অ্য়াজেন্ডা নিয়ে তিনি এসেছিলেন। তিনি বলেন, রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে বিজেপি ♐আরএসএসের বিরুদ্ধে আমরা লড়তে পারি। 🐭আরএসএস ও বিজেপির বিরুদ্ধে আমাদের লড়ার সিদ্ধান্ত হয়েছে।