ꦚ উত্তর ব্যারাকপুরের পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ এদিন তাঁর বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয়। তাঁর দেহ সেখানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির সদস্যরা বলে খবর। এদিকে, দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে এক নোট। সেটিকে আপাতত সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আড়াই পাতার এই রহস্যজꦰনক নোটে উঠে এসেছে ৪ জনের নাম।
উদ্ধার হওয়া এই নোট ঘিরে বেশ কিছু প্রশ্ন ওঠে। উঠে আসছে এক ভুয়ো ভিডিয়ো প্রসঙ্গও। প্রশ্ন উঠছে, তাহলে কি কোনও ভিডিয়ো দেখিয়ে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে উত্তর ব্যারাকপুরের পুরসভার উপ প্রধানকে? সেই ভিডিয়ো আদৌ আসল নাকি ভুয়ো তাও পরীক্ষা করছে পুলিশ, বলে খবর। এই নোটের সূত্র ধরেই এই মৃত্যু ঘিরে যাবতীয় রহস্যের কিনারা হবে বলে মন🧸ে করছে পুলিশ। এদিকে, যে ৪ জনের নাম উঠে আসছে এই চিঠিতে তাঁদের মধ্য়ে ২ জনকে সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার চেনে বলে জানা গিয়েছে। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে চারজনের নাম রয়েছে সুইসাইড নোটে, তাঁদের মধ্যে ২ জনকে তাঁরা চেনেন। যে ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল 🎀করা হয়েছিল, তা আসন না নকল তাও যাচাই করবে পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি গণেশ বিশ্বাস বলেন, ‘প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।’ তিনি জানান, ধীরে ধীরে সবটা পরিষ্কার হবে। তবে এর চেয়ে বেশি কিছু বলতে চাইছে না পুলিশ।
( Chandrababu Naidu on Modi: মোদী ‘পরের ভোটের জন্য স🃏র্বদা কাজ করে যান’, HTLS-এ অকপট চন্দ্রবাবু নাইডু)
(Jhansi Hospital:বহু শিশুর প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কুলদীপ,শুধু নিজের সন্তানকেই…! ঝাঁসি হাসপাতালের অগ্নি🔴কাণ্ডে নিহত ১০ )
( Kolkata Book Fair 2025: কলকাতা꧟ বইমেলা ২০২৫ শুরু ২৮ জಌানুয়ারি, ২৮ বছর পর প্রথমবার নেই বাংলাদেশ! কী বলছে গিল্ড?)
তৃণমূল নেতৃত্ব ও সত্যজিৎবাবুর পরিবারের দাবি, গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। তা নিয়ে থানারও দ্বারস্থ হয় তাঁর পরিবার। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেন। পরে আবার বের হন। মোবাইল বা🐲ড়িতে রেখে যান। পরিবারের কারোর সঙ্গে তিনি কথা বলেননি সেবার। শুক্রবার পরে গভীর রাতে তিনি ফেরেন। পরে শনিবার সকালে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানান, বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা হয়েছিল সত্যজিতের। ঘটনায় তিনিও হতবাক।