Arms Smuggling Latest Info: 'মুঙ্গের মেড আর্মস' নিয়ে দাপাচ্ছে দুষ্কৃতীরা! রাজ্যে অস্ত্র পাচার চলছে মহিলাদের হাত ধরে?
2 মিনিটে পড়ুন Updated: 17 Nov 2024, 03:23 PM ISTঅস্ত্র পাচারের এই ঘটনাগুলিতে উঠছে পূজা বিশ্ꦜবাসের গ🌳্রেফতারির ঘটনাটিও। কী ঘটেছিল?
অস্ত্র পাচারের এই ঘটনাগুলিতে উঠছে পূজা বিশ্ꦜবাসের গ🌳্রেফতারির ঘটনাটিও। কী ঘটেছিল?
সদ্য কসবায় তৃণমূল কাউন্সিলরকে টার্গেট করে গুলি ꦆচালনার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। ব🔥েলঘড়িয়া, ভাটপাড়ায় একের পর এক বন্দুক উঁচিয়ে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার পর খোদ শহর কলকাতায় কাউন্সিলরকে তাক করে গুলি চালনার চেষ্টা। প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ অস্ত্রের আসল ভান্ডারকে ঘিরে। ‘এই সময়’ এর এক রিপোর্ট দাবি করছে, পরিসংখ্যানগতভাবে দেখা যাচ্ছে, রাজ্যের বাইরে মুঙ্গের থেকে এই বিপুল পরিমাণে অস্ত্র আসছে বাংলায়। ‘মুঙ্গের মেড আর্মস’ দিয়েই দাপাদাপি বেড়েছে দুষ্কৃতীদের।
এই অস্ত্র ভাণ্ডার ঘিরে বারবার উঠে আসছে মহম্মদ ইসরাইল খানের নাম। রিপোর্ট বলছে, কিছু দিন আগে, শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স উদ্ধার করে, ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৯০ রাউন্ড গুলি। পুলিশ জানতে পারে, অপরাধের মূল পান্ডা ইসলাইল খান। সে ১০ বছর ধরে এই কারবার চালিয়ে আসছে। সে ক্রেতার কাছে ‘ক্যারিয়ার’ বা মাধ্যম হিসাবে এই অস্ত্র পৌঁছে দেয়। শহ🌌র ꦑও জেলাতে টাকার বিনিময়ে অস্ত্র পাচার করাই ইসরাইলের মূল কারবার।
ক্যারিয়ার হিসাবে কীভাবে মুঙ্গের থেকে এই বিপুল অস্ত্র রাজ্যে ঢুকছে, তাও বেশ কিছুটা চিন্তায় রেখেছে অনেককে। এক্ষেত্রেই উঠে আসছে পূজা বিশ্বাস নামে এক মহিলার কথা। কয়েক মাস আগে, মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র নিয়ে আসার সময় পূজা বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। রিপোর্ট দাবি করছে, হু হু করে বাংলায় বাইরের রাজ্য থেকে অস্ত্র পাচারের মূল হাতিয়ার মহিলারাই। তাদের মাধ্যমে এই অস্ত্র পাচার চলছে। এবার ফের আসা🐟 যাক পূজা বিশ্বাসের গ্রেফতারি কাণ্ডে। সেদিন পূজাকে গ্রেফতার করে তার ব্যাগ থেকে ১২ টি ইম্প্রোভাইজড পিস্তল, ২৪ ম্যাগাজিন উদ্ধরা হয়। গোয়েন্দারা বলছেন, পূজার স্বামী অস্ত্র পাচারে জড়িত। এই ব্যবসা ৭ বছর ধরে চালাচ্ছে দম্পতি। স্বামীর নাম একাধিক মামলায় জড়িয়ে পড⛄়ায়, পূজাকে এই মাধ্যম বা পাচারের 'ক্যারিয়ার' হিসাবে কাজ করানো হত। জানা যায়, এই বিশ্বাস দম্পতি বিহারের মুঙ্গের থেকেও অস্ত্র আনত। পুলিশ কর্তাদের বক্তব্য, ‘বেশ কয়েকটি ঘটনা থেকে সামনে এসেছে, গত কয়েক বছরে অস্ত্র পাচারে মহিলা ক্যারিয়ারদের ট্রেন্ড বেড়ে গিয়েছে। ’