প্রতি বছরের মতো চলতি বছরেও ধুমধাম সহকারে কালীপুজো আয়োজিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠা ভরে এই পুজো নি🌺জে বসে থেকে তদারকি করেন দিদি। এবারেও সেই ছবির অপেক্ষায় রাজ্য। আজ দীপান্বিতা কালীপুজোর তিথির আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী প্রতিমার ছবি প্রকাশ্যে এল।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন মমতা নিজে। সেখানে তিনি জানান, চলতি বছরে তাঁর বাড়ির পুজো ৪৭ বছরে পা দিচ্ছে। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তাঁর মায়ের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। সেই ঘটনার কথা লিখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,' আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্র꧋ণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক - এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল।' তিনি লেখেন,' আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি - মায়ের চরণে এই কামনা আমার।' তারই সঙ্গে সকলকে কালীপুজোর শুভেচ্ছা জ🏅ানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,' সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।'
( Ayodhya-Deepotsav 2024: সরযূ-তীরে অযোধ্যার দীপোৎসব গড়ল ২টি বিশ্ব রেকর্ড! যোগী ট🥃ানলেন রাম-রথ, ছবি একনজরে)