তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার ২ তরুণীকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় ধৃত ২ তরুণীকে নাকি পুলিশ মারধর করেছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছিল। আর তাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। তবে পরে হাই কোর্টের সেই নির্দেশের ওপর অন্তরবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই স্থগিতাদেশ বহাল রাখল শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানেই জাস্টিস উজ্জ্বল ভুঁইঞার ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের ওপর স্থগিতাদেশ বহাল রাখে। (আরও পড়ুন: ফের 'অপারেশন লোটাসের' ত✱োড়জোড়? এক একজন বিধায়ককে নাকি ১০০ কোটির টোপ!)
আরও পড়ুন: আরজি ❀কর ক💟াণ্ডে এবার নয়া প্রমাণ হাতে আসবে CBI-এর? ঘুরে যাবে তদন্তের মোড়?
আরও পড়ুন: এবার ইউনুসকে 'চা🌸প' আমেরিকার, বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসন বলল..෴.
এদিকে এই মামলার গত শুনানিতে এসআইটি-র জন্যে ৭ আইপিএস অফিসারের নাম চেয়েছিল সুপ্রিম কোর্ট। বাংলার ক্যাডারের যে সব অফিসার ভিনরাজ্যে নিযুক্ত, সেরকম আধিকারিকদের নাম চেয়েছিল শীর্ষ আদালত। সেই তালিকায় আবার ৫ অফিসারকে মহিলা হতে হবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে গতকাল রাজ্যের তরফ থেকে হলফনামা জমা দিয়ে আইপিএস আধিকারিকদের তালিকা জমা করা হয়েছে। সেই হলফনামার পরিপ্রেক্ষিতে অন্য পক্ষের আইনজীবী জবাব চাওয়ার জন্যে সময় চান। এপর সুপ্রিম কোর্ট জানায়, মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে হবে। (আরও পড়ুন: উদ🙈্ধার লটারি দুর্নীতির ১২ কোটি, অভিযুক্ত সংস্থার মালিক ৫৪০ কোটি 🦹দিয়েছিলেন TMC-কে)
আরও পড়ুন: 'ক্রমেই বাড়ছে হিংসা…', বেলডাঙা নিয়ে মুখ্যমন্ত্রীকে 'নির্দেশ জারি🃏' রাজ্যপালের
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক মিছিল থেকে অভিষেকের নাবালিকা কন্যাকে উদ্দেশ করে ২ জন তরুণী অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিয়োর ভিত্তিতে ২ মহিলার বিরুদ্ধে ডায়মন্ড হারব♈ার থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার নিমতা থেকে ২ জনকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযোগ, এর পর ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে পুলিশ হেফাজতে বেধড়ক মারধর করা হয় তাঁদের। পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন ২ অভিযুক্ত। সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তবে কলকাতা হাই কোর্টের নির্দেশ স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।