চাকরির দাবিতে 🦂ধ♒র্নায় বসেছেন চাকরিপ্রার্থীরা। বেশ কয়েকদিন ধরেই চলছে তাদের আন্দোলন। সেই আন্দোলনে মাঝেমধ্যেই দেখা গিয়েছে রাজনৈতিক নেতাদের। কখনও দেখা গিয়েছে সিপিএম নেতাদের, কখনও বিজেপি নেতাদের, আবার কখনও বিভিন্ন সংখ্যালঘু সংগঠনকে দেখা গিয়েছে আন্দোলনকারীদের পাশে থাকতে। এবার আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একই সঙ্গে বামেরা এনিয়ে আন্দোলন শুরু করলে কংগ্রেস আন্দোলনের পাশে দাঁড়াবে বলেও জানালেন অধীর চৌধুরী।
গতকাল চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে যোগ দিয়ে অধীর চৌধুরী বলেন, ‘শুধু রা꧙🐭জনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবে, একজন নাগরিক হিসেবে এবং একজন প্রতিনিধি হিসেবে আমি এই আন্দোলনের পাশে রয়েছি। এই আন্দোলন সম্পন্ন করার জন্য আমি অন্যান্য দলগুলিকে আহ্বান করছি। বামেরা আন্দোলন শুরু করলে আমি সবরকম ভাবে আন্দোলনের পাশে ♓থাকব।’ উল্লেখ্য, একু🌸শে বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল বাম-কংগ্রেস জোট। বিভিন্ন মিটিং মিছিলেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল বাম-কংগ্রেসকে। কিন্তু, বিধানসভা নির্বাচনের পর থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এই অবস্থায় অধীরের পাশে থাকার বার্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
অধীরের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিন꧂ি বলেন, ‘আমি অধীরবাবুর বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন দফতরে নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে, লুঠ হয়েছে সে ক্ষেত্রে সকলকেই যৌথ আন্দোলনে নামা উচিত’ বলে তিনিও মনে করেন। সূত্রের খবর, মূলত ছাত্র সংগঠনের দ্বারা এই আন্দোলনকে চালিত করবে সিপিএম। এরপর পিছন থেকে দলীয় নেতৃত্ব সেই আন্দোলনকে সমর্থন জানাবে। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে রণকৌশল তৈরি করবে দল। তবে অধীর এবং মহম্মদ সেলিমের একে অপরকে সমর্থন করা সিপিএম এবং কংগ্রেস কাছাকাছি আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে 🌊রাজনৈতিক মহল।