আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে সওয়াল করায় প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবালের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে রাজারহাটে কংগ্রসের অনশন কর্মসূচিতে যোগদান করে অধীরবাবু বলে🌳ন, ‘আমি সামনে♛ পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম। ’
আরও পড়ুন - শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতর⛎ের ভূমিকায় ক্ষ💃ুব্ধ আদালত
পড়তে থাকুন - মালদায় কিশোর♒ীকে ধর্ষণে অভিযুক্ত হাতুꩲড়ে ডাক্তার, ৯ দিনেই চার্জশিট দিল পুলিশ
আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে রাজারহাটে কংগ্রসের অনশন কর্মসূচির শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন অনশন মঞ্চে হাজির হয়ে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করেন অধ🔴ীরবাবু। এর পর কপিল সিবালকে নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সামনে পেলে জুতোর মালা ൲পরানোর চেষ্টা করতাম। টাকার জন্য মানুষ এতটা নীচে নামতে পারে?’
আরও পড়ুন - ‘ইহা পে আরজি꧑ কর হো জায়েগা’, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘রোজই রাজ্যের মুখ্যমন্ত্রী লোক দেখানোর চেষ্টা করছেন। দ🌄েখো, আমি চিকিৎসকদের পাশে রয়েছি। যদি মুখ্যমন্ত্রী সত্যিই সঠিক বিচার চাইতেন তাহলে তাঁর গুন্ডাবাহিনী দিয়ে হাসপাতালে হামলা চালাতেন না। পুলিশকে দিয়ে ভয় দেখানো, মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিতেন না। এই সব যখন কিছু কাজে দিল না, তখন নত হওয়ার ভান করছেন। যদি উনি সত্যিই বিচার চাইতেন ও মুখ্যমন্ত্রীর পদ ও গরিমাকে সম্মান করতেন তাহলে জুনিয়র চিকিৎসকদের ডেকে পা⛄ঠাতেন। নাহলে উনি নিজে চিকিৎসকদের সঙ্গে দেখা করতেন'।’