শ🌊নিবার মাঝরাতে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে ঢুকে পড়ে উত্তর ২৪ পরগনার এক যুবক। ধৃত সেই যুবককে আজ, সোমবার তোলা হল আলিপুর আদালতে। আদালতে জানানো হয়, ওই যুবক পাঁচিল টপকে রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছ🃏িল। আর সেখানে ঘাপটি নেরে ছিল পরের দিন সকাল পর্যন্ত। এই অভিযোগেই ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঠিক কী করছিল অভিযুক্ত? এখন তাই চেষ্টা করবে পুলিশ।
কে এই আগন্তুক যুবক? পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হাফিজুল মোল্লা (৩২)। এই যুবকের বাড়ি হাসনাবাদে। এই যুবকের কাণ্ড শুনে তাকে আলিপুর আদালত ১১ জুলাই পর💧্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। হাফিজুল পুলিশকে জানিয়েছে, লালবাজার ভেবে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিল। তাহলে সেখানে ঘাপটি মেরে বসে রাত কাটাল কেন? জেরা করে জানবে পুলিশ।
কোন ধারায় মামলা দায়ের হয়েছে? আদালত সূত্রে খবর, কালীঘাটে মুখ্যম💞ন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে ঢোকার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ক্ষতি করার উদ্দেশেই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকেছিল যুবক হাফিজুল। এই যুবক যেখানে ঘাপটি মেরে ছিলেন সেখানে মুখ্যমন্ত্রীর গাড়ি থাকে। তাহলে কী কোনও নাশকতার ছক? উ🃏ঠছে প্রশ্ন।
কী কী প্রশ্ন উঠছে? এই ঘটনার পর বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে। এক, নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে ওই যুবক মুখ্যমন্ত্রী বাড়িতে ঢু🔯কল? দুই, কী উদ্দেশে এখানে এসেছিল সে? তিন, যখন ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল তখন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে কারা ছিলেন? কীভাবে তাদের নজর এড়িয়ে গেল? সিসিটিভি ফুটেজ কী বলছে?