আরজি কর কাণ্ডের আবহে কলকাতায় আরও একটি মারাত্মক ধর্ষণের অভিযোগ স💧ামনে এসেছে। আর এবার অভিযোগ উঠেছে, এক আইএএস অফিসারের স্ত্রীকে মাথায় বন্দুক রেখে ধর্ষণ করা হয়েছে। এ নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালো বিরোধীরা। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে পদত্যাগের দাবি জানালেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। শুধু তাই নয়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মানবতার কলঙ্ক’ বলেও কটাক্ষ করেছেন।
আরও পড়ুন: মোদীকে দিদি চিঠি লিখতেই ফ্রন্টফুটে মালব্য, ফাস্টট্র্যাক �♐�কোর্ট নিয়ে প্রশ্ন
এই ধর্ষণের অভিযোগ উঠেছে, কলকাতার লেক থানা এলাকায়। অভিযোগ, গত জুলাই মাসে একজন আইএএস অফিসারের বাড়িতে ঢুকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দুই দিন ধরে ধর্ষণ করে। ইতিমধ্যেই সেই মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন। মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তবে নির্যাতিতা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। এ𝓰মনকী পুলিশ প্রমাণ নষ্ট করার এবং তদন্তে কারচুপি করার চেষ্টা করেছে বলেও হাইকোর্টে অভিযোগ উঠেছে । তা নিয়ে কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনা করেছে পুলিশকে। একইসঙ্গে তৎকালীন ওসি সহ পাঁচ পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।
এপ্রসঙ্গে অমিত মালব্য প্রশ্ন তুলেছেন, যদি কলকাতায় একজন আইএএস অফিসারের স্ত্রী যৌন নিপীড়নের শিকার হন এবং প𓂃ুলিশ অপরাধের প্রমাণ নষ্ট করার চেষ্টা করে তাহলে দরিদ্র এবং প্রান্তিক মানুষরা কতটা দুর্বল তা কল্পনা করা যায়। অমিতের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলায় নারীদের প্রতি যে যৌন অ🃏পরাধের প্রবণতার বাড়ছে তার একটি অংশ।