নিজাম প্য🐻ালেস থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হল গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। রবিবার তাকে ফের জেরা করা হবে। সূত্রের খবর, বীরভূমের থানার একাধিক পুলিশ আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে তার দেহরক্ষী সায়গলের ফোনে। একাধিক থানার আধিকারিকও এই পাচারের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে মনে করা হচ্ছে একাধিক পুলিশ আধিকারিক এই গোটা চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তবে কি গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করতেন কেষ্ট মণ্ডল? সেসব দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
এদিকে এদিন অনুব্রতকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হলে তিনি অবশဣ্য সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনও উত্তর দেনন⛦ি। তিনি একেবারে নীরব হয়ে সংবাদ মাধ্যমের সামনে দিয়ে বেরিয়ে যান। একটি শব্দও উচ্চারণ করেননি। সূত্রের খবর, সিবিআইয়ের জেরার মুখে পড়েও একইভাবে নীরব থাকছেন অনুব্রত। কার্যত মুখে কুলুপ এঁটেছেন তিনি।
তবে কি তদন্তে অসহযোগিতা করছেন তিনি? সেক্ষেত্রে এ🌠বার ঠিক কীভাবে তদন্তকারী আধিকারিকরা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন সেটাই দেখার। অন্য়দিকে দেহরক্ষী সায়গলের সঙ্গে একাধিক যৌথ সম্পত্তি অনুব্রতর রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেক্ষেত্রে এদিনের জেরায় ফের ক💃িছু বেরিয়ে আসে কি না সেটাই দেখার।