আমরা কী অপরাধ করেছি যে পুলিশ আমাদের সঙ্গে দুষ্কৃতীদের মতো আচরণ করল? পুলিশ লক আপ থেকে জামিন পেয়ে বেরিয়ে সংবাদমাধ্যমে𓂃র সামনে এই নীরিহ প্রশ্ন রাখলেন ২০১৪ প্রাথমিক টেট আন্দোলনকারীদের নেতা অর্ণব ঘোষ। শুক্রবার মধ্যরাতে গ্রেফতারির পর পুলিশ ঠি কী করেছে তা এদিন খুলে বলেন অর্ণব। সঙ্গে তিনি জানিয়েছেন, চাকরির দাবিতে তাঁদের আন্দোলন জারি থাকবে।
শুক্রবার বিকেলে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে জামিন পেয়ে বেরোন অর্ণব। এর পর তিনি জানান, শুক্রবার রাতে করুণাময়ী থেকে তাঁকে ও তাঁ♉র ২ সহযোদ্ধা অচিন্ত্য সামন্ত ও অচিন্ত্য ধাড🔥়াকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁকে নিয়ে আসা হয় সেক্টর ফাইভের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায়। সেখানে ঢুকেই তাঁর ঘড়ি, মোবাইল ফোনসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে জল খেতে দেন পুলিশকর্মীরা। এর পর তাঁদের খাবার দেওয়া হয়। কিন্তু বাকি সহযোদ্ধারা কোথায় কেমন রয়েছেন সেই চিন্তায় খাবার মুখে তোলেননি তিনি।
সরকারি কর্মীকে বেঁধে রাখা হল রেললাইনে, ট্রেনে কাটা গেল পা, কেতুগ্রামে শিহরণ
অর্ণববাবু জানিয়েছেন, এর পর তাঁকে লক আপে ঢুকিয়ে দেন পুলিশকর্মীরা। সেখানে অন্যান্য দুষ্কৃতীদেরও গ্রেফতার করে রাখা ছিল। অর্ণবের প্রশ্ন, কী এমন দোষ করেছি যে পুলিশ আমাদের সঙ্গে দুষ্কৃতীদের মতো আচরণ করল। ওরা তো অন্য কোথাও রাখতে পারত আ♕মাদের। লক আপে রাত কাটাতে হওয়ায় একটু খারাপ লাগছে।
তিনি বলেন, এভাবে গায়ের জোরে ওরা আমাদের আন্দোলন বন♏্ধ করতে পারবে না। আমরা আন্দোলনে ফিরবই। আমাদের ন্যায্য দাবি সরকারকে মানতেই হবে। নিয়োগ দিতেই হবে। পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই।