বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Banglar Saree: রাজ্য জুড়ে ‘বাংলার শাড়ি’র দোকান, জায়গা খুঁজতে তৎপর নবান্ন, কলকাতায় কোথায় হবে?
বাংলার শাড়ি। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর বাংলার শাড়ি। মুখ্য়মন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করার পর থেকেই অনেকের মধ্য়েই এনিয়ে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।🔜 মূলত বাংলার যে নিজস্ব শাড়ি রয়েছে সেই শিল্পকে বাঁচিয়ে তোলার জন্য় সরকারি এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে একদিকে যেমন বাঁচবে বাংলার শাড়ি, তেমনি বাংলার শাড়ি তৈরির সঙ্গে যে শিল্পীরা জড়িয়ে রয়েছেন তাঁদেরও আর্থিক উন্নতি হতে পারে। সেই নিরিখেই এবার নয়া উদ্যোগ।
রাজ্য়ের প্রতিটি ব্লকে এই ধরনের শাড়ির বিপণি তৈরির ব্যাপারে ঘোষণা করেছিলেন খোদ মুখ্য়মন্ত্রী। সেই লক্ষ্যে রাজ্যের বিভি💞ন্ন ব্লকে এই ধরনের শাড়ির আউটলেট খোলার ব্যাপারে তোড়জোড় চলছে। তবে পুজোর আগেই কয়েকটি খোলার ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে।🤪
কলকাতায় কোথায় এই শাড়ির বিপণি খোলা হবে?
বাংলার শাড়ির প্রথম দুটি🅷 বিপণির মধ্য়ে একটি খুলবে কলকাতার ঢাকুরিয়ার দক্ষিণাপনে। সেব্যাপারে প্রয়োজনীয় উদ্য়োগ নেওয়া হচ্ছে।
কলকাতার বাইরে অপর যে আউটলেটটি খুলবে সেটা হল দিঘায়।
দিঘায় অপর একটি আউটলেট খোলা হবে। তার তোড়জোড়ও চলছে। অর্থাৎ যারা দিঘাতে বেড়াতে যাবেন তাদের কাছে এবার বাড়তি পাওনা এই বাংলার শাড়ির কাউন্টার। একদিকে দিঘার সমুদ্র, জ🐽গন্নাথদেবের মন্দির, ঝাউবন, বালিয়াড়ি আর সেই সঙ্গে বাংলার শাড়ি। এককথায় একেবܫারে অন্যরকম ব্যাপার।