বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিলেন মমতা। কেন্দ্রকে ঠুকে রাজ্যপালের উদ্দেশে ‘বিশেষ বার্তা’ দিলেন মমতা। এদি𒅌ন নিজের বক্তব্য শেষ করার আগে রাজ্যপালকে মমতা বলেন, ‘আপনি মাইন্ড না করলে একটা কথা বলতে চাই। আপনার মাধ্যমে আমি কেন্দ্রকে একটি বার্তা পাঠাতে চাই যাতে বাংলায় ব্যবসা করতে কারোর কোনও অসুবিধা না হয়। যাতে এজেন্সি লাগিয়ে কোনও শিল্পপতিকে হেনস্থা করা না হয়। আশা করি আপনি রাজ্যপালদের কনফারেন্সে বিষয়টি উত্থাপিত করবেন।’
উল্লেখ্য, এদিন রাজ্যপালের বক্তব্য দিয়ে শুরু হয়েছিল সম্মেলনের। রাজ্যপাল মমতা এব𒅌ং তাঁর উদ্যোগের প্রশংসা করেন আজ। জগদীপ ধনখড় এদিন বলেন, ‘আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আদর্শ জায়গা বাংলা। বাংলা আজ যা ভাবে, দেশ আগামিকাল তা ভাববে। ভৌগলিক অবস্থানের কারণে বাংলা ব💜িনিয়োগের জন্য ভালো জায়গা।’ পাশাপাশি রাজ্যপাল এদিন বার্তা দেন যাতে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করে। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে সব ভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার উন্নয়নের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদীও।’
এরপর মমতা নিজের বক্তব্যে অ🌄নেক ক্ষেত্রেই নিজের সরকারের সাফল্যের ঢাক পেটান। তিনি বলেন, ‘অতিমারি পরিস্থিতিতেও বাংলার জিডিপি বৃদ্ধি উল্লেখযোগ্য। ভারতের জিডিপি ছিল মাইনাস, আমরা ছিলাম প্লাস। রাজস্ব আয় ৪ শতাংশ বেড়েছে। এই কথা বলছি কারণ আপনাদের এখানে ব্যবসা করতে সুবিধা হবে।’ মমতা এদিন আরও বলেন, ‘১০০ দিনের কাজে বাংলা শীর্ষে, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে শীর্ষে বাংলা, সংখ্যালঘু স্কলারশিপে বাংলা শীর্ষে। গ্রামীণ আবাসন নির্মাণে আমরা এক নম্বরে। আমরা ধান উৎপাদন থেকে ই-টেন্ডারে এক নম্বরে।’ পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির কথাও তুলে ধরেন মমতা। বক্তব্য শেষে তাঁকে রাজ্যপ💮ালের উদ্দেশে বিশেষ বার্তা দিতেও শোনা যায়।