রাত পোহালেই দেবীপক্ষের দ্বিতীয়া তিথি। সুতরাং বাংলার মানুষজন মেতে উঠবেন দুর্গাপুজোর আমেজে। তবে এই আবহে ডাকা হয়েছে একদিনের বিধানসভার বিশেষ অধিবেশন। আবার সোমবারই উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাই বঙ্গ–বিজেপির বিধায়করা শাহ সাক্ষাতেই বেশি জোর দিচ্ছেন। সুতরাং তাঁরা বিধানসভার একদিনের অধিবেশনে যোগ দেবেন না বল𒆙ে সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি পরিষদীয় দল সেদিন দু’ভাগে বিভক্ত থাকবে। একপক্ষ শাহ সাক্ষাৎ করতে ব্যস্ত। আর একপক্ষ দুর্গাপুজো কাটাবেন। তাই ‘নো অ্যাসেম্বলি সেশন’।
এদিকে শুক্রবার দিনই প্রকাশ্যে আসে, সোমবার একদিনের বিশেষ অধিবেশন বসবে বিধানসভায়। সদ্য শেষ হওয়া বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন। সেই সিদ্ধান্তকে কার্যকর করতে গেলে দু’টি বি👍লে সংশোধন জরুরি। তাই একদিনের বিধানসভার অধিবেশন ডেকে বিল দু’টি পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিজেপি সেই একদিনের অধিবেশনে থাকবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তখন অমিত শাহকে সঙ্গ দিতেই ব্যস্ত থাকবেন। তাই এসবে বাড়তি মাথা ঘামাতে নারাজ।
অন্যদিকে বিজেপি সূত্রে খবর, বিধানসভার অধিবেশন সম্পর্কে জানানো হয়েছে। কিন্তু অমিত শাহের সফরে গোটা দিন ব্যস্ত থাকবেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতায় আগমন থেকে নয়াদিল্লি গমন—পুরো সময়টাতেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই থাকবেন। তাই তাঁর পক্ষে ওই দিনের বিধানসভা অধিবেশনে যোগ দেওয়া সম্ভব নয়। আর বাকি বিজেপি বিধায়করা দুর্গাপুজোয় নানা এলাকায় ব্যস্ত থাকবেন। জনসংযোগের কাজ করবেন। তাঁরাও বিধানসভার অধিবেশনে যোগ দিতে নারাজ। এই অধিবেশনে গরহাজির থাকবেন বিজেপি বিধায়করജা। তবে নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যাঁরা আগে বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, এখন তাঁ🐓রাই উদ্বোধন করতে আসছেন।’
আরও পড়ুন: সোনারপুরের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, চলল গুলি,♌ ব্যাপক লুঠপাট
আর কী জানা যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমন খোঁচা দিলেও বিজেপি উত্তর খুঁজে পায়নি। কারণ এমন অভিযোগ তাঁরাই আগে তুলেছিলেন। যা আজ ব্যুমেরাং হয়েছে। তবে মন্ত্রী–বিধায়কদের ব🔯েতন বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন না করার কথা জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আগে বলেছিলেন, ‘বিধায়কদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করি না।’ আর একদিনের অধিবেশনে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা ওই দিন থাকব না। বিধায়করা সকলেই দুর্গাপুজোয় ব্যস্ত থাকবেন। আমাদের এই বিল নিয়ে কোনও আগ্রহ নেই। ওরা আনছে, ওরা ওদের মতোই পাশ করাবে।’