বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষকে আটটি রাজ্যের দায়িত্ব দিয়ে বাংলা ছাড়া করা হয়েছে। বঙ্গ–বিজেপির অনেক নেতাই এখন এই কথাই বলছেন আড়ালে–আবডালে। এই খবর সবাই জানেন দিলীপ ঘোষকে নয়া দায়িত্ব দেওয়া হয়েছ൲ে। কিন্তু কখন দেওয়া হল? নয়াদিল্লিতে বসে যখন তিনি সাংবাদিকদের বললেন, শুভেন্দু অধিকারী জননেতা নন, মেদিনীপুরের নেতা। এই মন্তব্য করার পর সব ওলটপালট হয়ে গেল। তাতে কেউ বলছেন দিলীপের উত্থান, কেউ বলছেন বাংলা ছাড়া করা হল।
কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? সূত্রের খবর, দিলীপ ঘোষ দক্ষ সংগঠক এটা কেন্দ্রীয় বিজেপির নেতারাও জানেন। আর তাঁর সঙ্গে বঙ্গ–বিজেপির দায়িত্বপ্রাপ্তদের ঠিক মিল হচ্ছে না। আবার বাংলা নিয়ে শুধু পড়ে থাকলে হবে না। কারণ এখান থেকে এখন কিছু পাওয়ার নেই। বরং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সাফল্য পেতেই হবে। তাই মো🐲ট আটটি রাজ্যে বিজেপিকে বুথ স্তরে শক্তিশালী করতে দায়িত্ব দেওয়া হল তাঁকে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এবং অসম।
এখন দিলীপ ঘোষ কী বলছেন? এই বিষয়টি নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে না💜রাজ মেদিনীপু𝕴রের সাংসদ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ♔আমি বাংলাতেই আছি। বাংলার যেখানে খুশি যাব। আমাকে কে আটকাবে? দিল্লি থেকে ফিরেই আমার একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গেও যাব।’ এই মন্তব্য কার্যত হুঁশিয়ারি হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞর♈া।