পঞ্চায়েত নির্বাচনে হিংসা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। আজ, সোমবার সেই মামলার শুনানি ছিল। আর তাতেই রাজ্যকে আবার ভর্ৎসনা করলেন বিচারপতি অমৃতা সিনহা। ঠাকুরপুকুর–মহেশতলায় গণনাকেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে মামলা করা হয়েছিল। এমনকী গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আবার ঝালদার ১ নম্বর ব্লকের একটি বুথে পুনর্গণনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বিরোধী প্রার্থী। সেই মামলার শুনানিতে কলকাতা হা🐓ইকোর্টের প্রশ্নের মুখে পড়েন স্থানীয় বিডিও।
এদিকে ঝালদার ঘটনায় বিডিও–কে আপাদমস্তক ঝেড়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন বিচারপতি মামলার শুনানিতে বিডিও–কে উদ্দেশ্য করে বলেন, ‘কী মনে করছেন, আপনারা ক্ষমতার অপব্যবহার করে যা ইচ্ছে তাই করবেন? আপনাকে কে বাধ💝্য করেছিলেন এমন কাজ করতে? নাকি নিজের ইচ্ছায় করেছিলেন? এখানে কি ছেলেখেলা হচ্ছে নাকি?’ এই মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ৭ অগস্ট। বিচারপতির এমন ক্ষোভ দেখে বেশ চাপে পড়ে যান বিডিও এবং আইনজীবীরা। তারপরই রাজ্যের বিরুদ্ধে ওঠা মামলাও তাঁর এজলাসে শুনানির জন্য ওঠে। সেখানে তিনি প্রচণ্ড রেগে যান।
বিষয়টি ঠিক কী ঘটেছে? পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল বলে বিরোধীদের অভিযোগ। তাই নিয়ে হল মামলা দায়ের। ভোট পরবর্তী হিংসা রুখতে আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? আদালতকে আধিকারিক নিযুক্ত করে নির্বাচন করাতে হবে?’ পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে আজ একগুচ্ছ মামলার শুনানি হয়। শুধু পঞ্চায়েত ভোট নিয়েই শুনাﷺনি রয়েছে কমপক্ষে ৪০টি মামলার।
আরও পড়ুন: স্কুলের মধ্যেই অষ্টম ♓শ্রেণির ছাত্রীকে ধর্ষণ🎀 করার অভিযোগ, কাকদ্বীপে গ্রেফতার পার্শ্বশিক্ষক
তারপর ঠিক কী ঘটল? এদিনও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজনৈতিক মামলা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এখনও রয়েছে ২২টি জনস্বার্থ মামলা। ১৬টি মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে দুটি মামলার শুনানি। রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে পর পর প্রশ্নবানে বিদ্ধ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আর বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া কি চলছে? নির্বাচন কমিশনার কি আছেন? রাজ্যপাল তাঁর জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন শুনলাম? পঞ্চায়েত নির্বাচনের নামে এসব কী হচ্ছে জানি না।’🤪