পূর্ব মেদিনীপুরে এগরায় এক মসজিদে নমাজ আদায়ের সময় নিয়ে বচসার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। গত ১৩ নভেম্বরের সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল এবং ৮ জন জখম হয়েছিলেন। এই মামলায় এবার পুলিশকে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। যে মসজিদে সংঘর্ষ হয়েছে, তার দায়িত্ব পুলিশকে নিতে নির্দেশ দিল উচ্চ আদালত। মসজিদে প্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। (আরও পড়ুন: আন্দামান সাগরে তৈরি ✅হচ্ছে গভীর নিম্নচাপ, ফের আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?)
আরও পড়ুন: ১০ হাজার কোটির কেলেঙ্কারি... কসবাকাণ্ডের আবহে CBI চাইলেন কুণাল ঘোষꦓ!
আরও পড়ুন: ওঠে নমুনা অদ𓆉ল-বদলের অভিযোগ, আদালতে সাক্ষ্য দিলেন ফরেন্সিক ল্যাবে📖র ৩ বিশেষজ্ঞ
আরও পড়ুন: কানাড𓆉ায় নিজ্জর খুনের ছকের বিষয়ে আগে থেকেই জানতেন মোদী? অভিযোগ নিয়ে মুখ খুলল ভারত
এই মামলায় হাই কোর্টের তরফ থেকে পর্যবেক্ষণে বলা হয়, 'মানব ধর্ম সবথেকে ওপরে। কোন ধর্ম মানুষ মারার কথা বলে?' উল্লেখ্য, এই মামলায় এর আগে গত ৭ নভেম্বর হাই কোর্ট নির্দেশ দিয়েছিল যাতে মসজিদের নমাজ আদায়ের সময় নির্দিষ্ট করে নির্ধারণ করা হয়। তবে গতকালকের শুনানিতে উচ্চ আদালত বলে, কোর্টের আগের নির্দেশ অমান্য করা হয়েছে। এদিকে এই মামলার শুনানিতে হাই কোর্টকে পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় ৩টি এফআইআর রুজু করা হয়েছে। ইতিমধ্যেই সেই এফআইআর-এর ভিত্তিতে দু'জনকে গ্রেফতারও করা হয়েছে। (আরও পড়ুন: কসবা মানেই তৃণমূ🍸লের অস্বস্তি! দলের 'প্রভাবশালীর' বিরুদ্ধে নালিশ♎ সুশান্ত ঘোষের?)
আরও পড়ুন: বেলডাঙা নিয়ে সোশ্যাল মিডি💝য়ায় সংযত থাকতে বলল HC, BJP-র দাবি - ৪ জেলায় বন্ধ নেট
আরও পড়ুন: সুশান্তে𒈔র সঙ্গে দীর্ঘ বৈঠক, কসবা কাণ্ডে এবার 'সক্রিয়' অভিষেক? কী কথা হল দু'জনের?
আরও পড়ুন: ঘুষ কাণ্ডে পাওয়ার ෴পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল শিটে তথ্য ‘স🐭েভ’ করে রেখেছিল আদানি?
গতকাল এই মামলার শুনানির সময় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ নিজের পর্যবেক্ষণে বলেন, 'ধর্ম মানুষের আবেগ, অনুভূতি এবং বিবেকের সঙ্গে যুক্ত। যদি এর মধ্যে কোন❀ও একটি ফ্যাক্টর বাঁধ ভ♋াঙে, তখন হিংসার ঘটনা ঘট পারে। তবে সবার ওপরে মানব ধর্ম।' এরপর তিনি নির্দেশ দেন, এই মসজি পরিচালনা করবে পুলিশ। এগরা থানার ওসির অনুমতি নিয়ে এই মসজিদে প্রবেশ করা যাবে।