প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের সদস্য ধরমবীর সিং। এবꦰার তিনি স্বেচ্ছায় অবসর নিতে চান। এমনকী এই তদন্তের কাজ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। আর সেটারই পাকাপাকি ব্যবস্থা করতে আজ, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানালেন সিবিআইয়ের আইনজীবী। এই কথা শোনার পর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, সিবিআইয়ের আইনজীবী এই কথা আজ আদালতে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গ♍োপাধ্🍸যায়কে। কারণ এই বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি হয়েছিল বিচারপতির নির্দেশে। তাই সেখান থেকে অর্থাৎ দায়িত্ব থেকে সরে যেতে হলে অনুমতির প্রয়োজন। সেটাই নিতেই এই দৃষ্টি আকর্ষণ। ধরমবীর সিং সিবিআইয়ের এসপি পদমর্যাদার অফিসার। এদিন এই বিষয়টি জেনে দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এটা শোনার পর সিবিআইয়ের সিটে কয়েকজন বাঙালি অফিসার রাখার কথা জানান তিনি।
এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে আসতেই তদন্ত করার জন্য সিবিআই–কে সিট গঠনের নিܫর্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের প্রাক্তন অতিরিক্ত অধিকর্তা উপেন বিশ্বাসের পরামর্শ🅰ে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তাতে সাফল্য এসেছিল। তাই আজ জেলে মানিক ভট্টাচার্য। শুধু এই মামলারই তদন্ত করতে এমন সিট গঠন করা হয়েছিল। আদালতের নজরদারিতে তদন্ত হলে কেউ প্রভাব খাটাতে পারবেন না। এমন একটি সিট থেকে শীর্ষ কর্তা অব্যাহতি চাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।