একুশের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী ব্যাপক সাড়া ফেলেছিল। এটা একটাไ টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই প্রকল্পের অনুকরণ করে তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত প্রকল্প। এই অভিযোগ আগেই উঠেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারহিট প্রকল্প ‘দুয়ারে সরকার’–এর ক্যাচলাইনকে টুকলি করার অভিযোগ উঠল মোদী সরকারের বিরুদ্ধে। কারণ ‘দুয়ারে’ প্রকল্প পৌঁছে দিতে ন্যাশনাল হেলথ অথরিটি এবার এনেছে ‘আপকে দুয়ার আয়ুষ্মান’।
কেন হঠাৎ এমন তাগিদ? জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত–এর পরিকল্পনা বাস্তবায়িত করা কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল হেলথ অথরিটি’র (এনএইচএ) সিইও ডাঃ আরএস শর্মা একটি চিঠি লিখেছেন। কেন্দ্রীয় মন্ত্রকের সচিবকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘সাড়ে ৩ বছরে ২.৭ কোটি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এই প্রকল্পের মাধ্য🍨মে। ৩৫ হাজার কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা মিলেছে বিনামূল্যে। তবু 🌜বহু মানুষ এই প্রকল্প সম্পর্কে জানেন না। উপভোক্তাদের একটি বড় অংশই জানেন না, প্রকল্পটির কী কী সুযোগ–সুবিধা আছে।’ এই অভ্যন্তরীণ চিঠির জেরেই এবার দুয়ারে নিয়ে আসার তাগিদ বলে মনে করা হচ্ছে।
কেন ক্যাচলাইন আপকে দুয়ার আয়ুষ্মান? জানা গিয়েছে, এই প্রকল্পটি সম্পর্কে সংবাদমাধ্যমে জোরদার প্রচার চালানো হবে। স্বাস্থ্যশিবির করা হব✅ে এই ক্যাচলাইন ধরেই। এই পরিষেবা সম্পর্কে জানাতে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রককে যুক্ত করা হবে। জেলায় জেলায় আয়ুষ্মান ভারত কাউন্সেলিং ডেস্ক করা হবে। ই–কার্ড করা হবে এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলির সঙ্গে আয়ুষ্মান ভারত নথিভুক্ত হাসপাতালগুলিকে যুক্ত করা হবে।
এই নয়া ক্যাচলাইন নেওয়ার 🎶বিষয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘দেখেছি ওদের নতুন ক্যাচলাইন। এভাবেই হাসির খোরাক করেছে নিজেদের। আর কত ওরা নকল করবে মমতা বন্দ্যোপাধ🤡্যায়কে? তাও যদি ঠিকঠাক নকল করত তাহলে এই অবস্থা হতো না।’ সামনে পাঁচ রাজ্যের নির্বাচন। সেখানেও এই প্রকল্প টুকলি ক্যাচলাইন দিয়ে প্রচার করা হয় কিনা সেটাই দেখার। কারণ ক্যাচলাইনটি হিন্দি ভাষায়।