গত শনিবার বেশ কয়েকটি MSO-তে স্টার ডিজনি, জি এবং সোনির চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তা ফের চালু হয়ে যায়। দিল্লিতে সম্প্রচারকারী এবং MSO-দের বৈঠকের পর ফের চ্যানেলগুলি চলতে শুরু করে। এতদিন চ্যানেলের বর্ধিত দাম দিতে অস্বীকার করছিল MSO-রা। আর সেই কারণেই প্রতিবাদ হিসাবে সম্প্রচারই বন্ধ করে দিয়েছিল তার🧸া। তবে আপাতত চ্যানেলের দর আংশিকভাবে বাড়াতে রাজি হয়েছেন তাঁরা।
OTT, অনলাইন স্ট্রিমিংয়ের যুগে টিভি কে দেখে? নতুন প্রজন্মের অনেকেই এমনটা ভাবেন বটে। কিন্তু বাস্তবে এখনও কলকাতায় মাত্র ৩টি MSO-র অধীনেই প্রায় ১৫ লক্ষ কেবিল সংযোগ রয়েছে। সারা বাংলা জুড়ে সংখ্যাটা ৪১ লক্ষ। ফলে এই বিপুল সংখ্যক টিভি দর্শকরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এতদিন প্রধান প্রধান কিছু চ্যানেলই দেখতে পারছিলেন না তাঁরা। এই বিষয়ে বিশদে 🥂জানতে ক্লিক করুন: কলকাতার ১৫ লাখ বাড়িতে আর দেখা যাবে না স্টার জ𒀰লসা, জি বাংলা? চিঠি গেল মমতার কাছে
TPL-KCBPL, Hathway এবং DEN-এর 𓃲মতো MSO-গুলি এবার সম্প্র💞চারকারীদের সঙ্গে এক নয়া চুক্তির পথে হেঁটেছে। NTO 3-এর অধীনে নয়া দরের বাস্তবায়ন করা হবে। এতে TRAI-ও অনুমোদন দিয়েছে।
এর দাম বৃদ্ধির ফলে চ্যানেল এবং প্যাকেজের দাম ১৮% থেকে ৩৫% পর্যন্ত বৃদ্ধি পাবে। কলকাতার কেবল অপারেটর এবং MSO-দের মতে, কিছু বান্ডিল প্ল্যানের প্রস্তাবিত দাম কমানো হয়েছে। কিন্তু আলা কার্ট, অর্থাত্ বাছাই করা জনপ্রিয় চ্যানেলগুলির দাম উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। 'স্টার এবং জি-এর কিছু চ্যানেলের দাম অনেকটাই বাড়ববে। তবে সম্প্রচারকারীরা বান্ডিল প্ল্যানে কিছু ক্ষেত্রে দাম কমাতে রাজি হয়েছেন। আমরা এখনও দামের বিস্তারিত তালিকা হাতে পাইনি। এখন সেটার জন্যই অপেক্ষা করছি। তবে বান্ডিল প্ল্যানের দাম অল্প কিছু কমলেও তাতে দর্শকরা কিছুটা স্বস্🧸তি পাবেন,' TOI-কে জানিয়েছেন কেবল ব্যবসার বিশেষজ্ঞ মৃণাল চট্টোপাধ্যায়।
সংগঠনেরไ দাবি ছিল, এমনিতেই মানুষ সময়ের সঙ্গে কেবিল-বিমুখী হচ্ছে। Zee5-এর মাধ্যমে জি-এর চ্যানেল এসে যায়। একইভাবে স্টার, সোনি ইত্যাদি সবই অনলাইন OTT প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। এমতাবস্থায় কেবল সংযোগের দাম আরও বাড়ালে তাতে গ্রাহকদের ধরে রাখা বা নতুন গ্রাহক আকৃষ্ট করা কঠিন হয়ে দাঁড়াবে।
সেই কারণেই এই দাম বৃদ্ধির প্রতিবাদ হিসাবে চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ রাখেন তাঁরা। কেবল অপারেটরদের সংগঠনগুলি এতদিন আন্দোলনের পথে নেমেছিল। আন্দোলনের নেতৃত্বে ছিল 'অল বেঙ্গল কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটরস ইউনাইটেড ফোরাম'। তারা এই দাম বাড়ানোর বিরুদ্ধে আন্দোলন করছিল। আরও পড়ুন: পাকিস্তানে সন্ত্রাসবাদী 𝓡হানার খবর দেখাꦐনো যাবে না, জারি হল নিষেধাজ্ঞা: Report
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক