নিজেদের সিদ্ধান্তেই ব্যাকফুটে চলে যেতে বসেছে বিজেপি। কারণ রাজ্যে দু’দিনের সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি শাসক–বিরোধী সকলের রাষ্ট্রপ❀তি। কিন্তু এখানেও রাজনীতি করতে গিয়ে নিজের পায়ে নিজেরা কুড়ুল মারল বলে মনে করা হচ্ছে। ক✃ারণ বঙ্গ–বিজেপি নেতারা রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করছে বলে সূত্রের খবর। সেখানে কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আজ বিকেলে তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।
বিষয়টি ঠিক কী ঘটেছে? আজ, সোমবার কলকাতায় পা রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এটাই প্রথমবার মহানগরীতে পদার্পণ তাঁর। সেখানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুজিত বসু উপস্থিত ছিলেন। রেসকোর্সে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তাঁকে স্বাগত জানানোর জন্য। কিন্তু নেতাজি ইন্ডোরে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও সেখানে উপস্থিত থাকবেন না কোনও বিজেপি নেতা বলে সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকℱারীকে আলাদা করে আমন্ত্রণ জানানো হয়নি। আর তাই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পদ্মশিবির। যদিও আজ নয়াদিল্লি পৌঁছে শুভেন্দু বৈঠক করেছেন অমিত শাহের সঙ্গে।
কেমন করে ব্যাকফুটে গেল বিজেপি? এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত না থেকে বিজেপি কার্যত রাষ্ট্রপতিকে অপমান করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অথচ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোস ꦕসকলেই উপস্থিত থাকবেন। রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য সেখানে থাকবেন বলে খবর। আর এখানেই উপস্থিত না থাকলে সেটা বঙ্গ–বিজেপির কাছে ব্যাকফুটে চলে যাওয়ার সামিল। আগামীকাল, মঙ্গলবার🔯 বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত থাকতে পারেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীই প্রশ্ন করতে পারেন এই বয়কট নিয়ে।
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে নয়ꦿাদিল্লিতেই রয়েছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। আরও সাংসদরা আজ রাতেই সেখানে পৌঁছে যাবেন। সুতরাং রাষ্ট্রপতির সঙ্গে কোনও সাংসদের দেখা হচ্ছে না। বিধায়করা রাজ্যে উপস্থিত থাকলেও তাঁরা বয়কট করছেন অনুষ্ঠান দলীয় নির্দেশ অনুযায়ী। এই সিদ্ধান্ত নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যে বিজেপি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছিল আজ তাঁরাই তাঁর অনুষ্ঠান বয়কট করছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও♓। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup