এত ভীতু সরকার? এই সামান্য কয়েকজনের আন্দোলনে নড়ে যাচ্ছে? তার মানে এই সরকার নৈতিক দিক থেকে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। শুক্রবার বিকেলওে এই ভাষাতেই র♎াজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ।
এদিন তিনি বলেন, ‘একটা অবস্থান❀ চলছিল অহিংস ভাবে! কী উত্তেজনা ওখানে তৈরি হয়েছিল? কেন ১৪৪ ধারা জারি হবে? কে আইন ভেঙেছে! কোথায় আইনগত সমস্যা হয়েছে! এত ভীতু সরকার? এই সামান্য কয়েকজনের আন্দোলনে নড়ে যাচ্ছে? তার মানে এই সরকার নৈতিক দ🐻িক থেকে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে’।
দিলীপবাবুর প্রশ্ন, ‘যে মমতা বন্দ্যোপাধ্যায়ের না কি আন্দোলন লগ্নে জন্ম। এখন কি রাশি - লগ্ন পালটে গেল? কটা ছেলে মেয়ে আন্ꦫদোলন করল আর আপনি পুলিশ পাঠিয়ে দিয়েছেন ওখানে? আমরা বুঝতে পারছি আপনি কোথায় গেছেন। চুরি আর দুর্নীতি করতে করতে মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনারা হারিয়েছেন।
সরকারি কর্মীকে বেঁধে রাখা হল রেললাইনে, ট্রেনে কাটা গেল পা, কেতুগ্রামে শিহরণ
নিজেরা অনশন করে আ♔ন্দোলন করে ক্ষমতায় এসে🎃ছেন। আজ সেই রাস্তা বন্ধ করে দিচ্ছেন। কী ভাষায় নিন্দা করা উচিত?’
বিরোধীদের একজোট হয়ে আন্দোলনকারীদের সমর্থন নিয়ে প্রশ্ন তোলায় তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘আপনারা যদি মোদীজির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারা দেশ থেকে সব পার্টিকে ডেকে নিয়ে আসতে পারেন। আর পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের প্রতি যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করতে বꦺিরোধীরা রাস্তায় নেমেছে। আপনাদের সরকার থেকে হঠাবার জন্য নয়। সে তো এমনিই হঠতে হবে’।
এমনকী তৃণমূল কংগ্রেস দ্বিচারিতা করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘আপনারা তো সিঙুরে ক্যা🌜ডবেরি আর বিরিয়ানি খেয়ে ২০ – ২২ দিন ধরে অনশন করছিলেন। আর ওরা তো জলটা পর্যন্ত খায়নি। এখানে বলপ্রয়োগ করতে হয়েছে। ওখানে কেউ বলপ্রয়োগ করেনি। কেউ অসুস্থ হয়েছেন বলে জানা নেই। আপনার সময় গণতন্ত্র আর বাকিদের সময় স্বৈরতন্ত্র। এটা কী করে 🅷চলতে পারে’?