আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে আজ বুধবার রাজ্যজুড়ে ৮ ঘণ্টা আউটডো🤡রে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। সরকা♓রি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের ওপিডিতে উপস্থিত না হওয়ার এবং অ-জরুরি দায়িত্ব পালন না করার আহ্বান জানানো হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে এবার আন্দোলনে নামলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও।
আরও পড়ুন: স্বচ্ছতার আশ্বাস দিয়ে প্রমাণ লোপꦫাটের চেষ্টা? আরজি কর নিয়ে গুরুতর অভিযোগ চিকি🌞ৎসকদের
কলকাতার বাইপাসের একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে যোগ দেন। মনিপাল হাসপাতালের চিকিৎসকরা এক ঘণ্টার জন্য ওপিডিতে টোকেন ‘পেন ডাউন’ রেখে বিক্ষোভ করেন। তাঁরা কালো ব্যাজ পরে হাসপাতাল চত্বরের বাইরে মিছিল করেন। চিকিৎসকরা বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালাতে থাকবেন। ফর্টিস হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও ডিউটির সময় তাদের কব্জিতে কালো ফিতে বাঁধেন। এছাড়াও এদিন, ইএম বাইপাস বরাবর মুকুন্দপুর থে⛦কে রুবি অবধি মিছিল করে প্রতিবাদ জানান বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ডাক্তার, নার্সরা।