তবে কি তৃণমূলে হাতে গোনা দিন বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের অন্য🌠তম সদস্য ফিরহাদ হাকিমের। রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন এই প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। উপ নির্বাচনের ফল নিয়ে ফিরহাদের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে শমী🐓কবাবু বলেন, ‘আগে ফিরহাদ হাকিম ২০২৬ এর বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলে থাকুন…’
আরও পড়ুন - ছ'টাতেই হারব, আগেই জানতাম, উপ নির্বাচনের ভরাডুꦍবির পরে মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - ‘কলকাতায় বসে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPর এই🅘 নে💦তৃত্ব মানুষকে মানুষ ভাবে না’
এদিন শমীকবাবু বলেন, ‘২০২৬এর নির্বাচন পর্যন♐্ত ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসে থাকুন এটাই আমরা চাই। স্꧅বমহিমায় থাকুন এটাও আমরা চাই। আগে উনি ওনার জায়গায় থাকুন। বয়স হয়েছে তো। হঠাৎ করে যদি কেউ চেয়ারটা সরিয়ে নেন তাহলে শিরদাঁড়ায় চোট পাওয়ার সম্ভাবনা আছে। সেইটা দেখুন, যেন চোট থেকে বিরত থাকেন।’ শনিবারের উপ নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপিকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, ‘যারা প্রথম শ্রেণির পরীক্ষা পাশ করতে পারে না তারা দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে বসেছে…’
তবে গত কয়েক বছরে তৃণমূলের অন্দরে একাধিকবার চাপের মুখে পড়তে হয়েছে ফিরহাদ হাকিমকে। কখনও কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির কথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা প্রত্যাহার করতে হয়েছে। কখনও ‘অমুসলিমরা দুর্ভাগ্যের শিকার’ বলে সমালোচিত হয়েছেন দলের অন্♔দরেই। ‘আমি চাই বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলুন’ বলাতেও তাঁর সমালোচনা হয়েছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ ওঠে ফিরহাদ হাকিমের আপ্তসহায়কের বিরুদ্ধে। এমনক🀅ী সেজন্য ফিরহাদের আপ্তসহায়কের বিরুদ্ধে অভিষেকের দফতর থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়।
আরও পড়ুন - ‘ডোন্ট গেট ওয়ারিড’, উপ নির্বাচনে🍌 ভরাডুবিকে গুরুত্ব দিতে নারাজ🌄 শুভেন্দু
তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরহাদ। দলের নেতাদের একাংশের মতে অভিষಌেক বন্দ্যোপাধ্যায়ের একেবারেই পছন্দের নন তিনি। ফলে দলে অভিষেকের প্রভাব যত বাড়বে তত ফিরহাদ অপ্রাসঙ্গিক হতে থাকবেন বলে আশঙ্কা। সম্প্রতি অভিষেককে এখনই রাজ্য মন্ত্রিসভার সদস্য করার প্রস্তাবের বিরোধিতা করেন ফিরহাদ। বলেন, ‘ও আমাদের সন্তান। যখন হবে তখন দেখা যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই নেতৃত্ব দিতে সক্ষম।’