লোকসভায় সাংবাদিকদের ওপর বিধিনিষেধ আরোপের বিরোধীতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব🌠্যকে কটাক্ষ করলেন রাজ্🍒যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি বলেন, আগে আয়নায় নিজের মুখ দেখুন।
আরও পড়ুন - ‘অমুসলিমরা দুর্ভাগা’ মন্তব্যের ❀জন্য বিধানসভার অন্দরে ফিরহাদকে বয়কটের ডাক দিল BJP
পড়তে থাকুন - ‘অমুসলিমরা দু🎃র্ভাগা’ মন্তব্যের জন্য ফিরহাদকে আইনি চিঠি,ক্ষমা না চাইলেই হবে মামলা
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘সংবাদমাধ্যমে দেখলাম মুখ্যমন্ত্রী প্রচণ্ড কান্নাকাটি করছেন যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন। ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউজ় চলাকালীন পিচ রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন কেন করছেন? নিজের মুখটা আয়নায় দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই যে কাচের ঘরে ঢুকিয়ে দিয়েছেন সাংবাদিকদের? আগে নিজের মুখটা আয়নায় দেখুন। আপনার কোনও সচিব নবান্নের স🅰াংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পায়।'
মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেন, 'আপনি বিধানসভায় সাংবাদিকদের খ💖াঁচার মধ্যে পুরেছেন। আমি বাম আমলের বিধায়ক ২০০৬এ। বুদ্ধবাবু লবিতে,🎃 ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন। শুধু হাউজ চলার সময় নয়, হাউজ বন্ধের সময়ও। বুদ্ধবাবু এখনও সুস্থ রয়েছেন। তার কাছ থেকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটু পাঠ নিয়ে আসবেন যে বিধানসভা কী ভাবে চালাতে হয়।’
আরও পড়ুন - নীতি আয়োগের বৈঠক-রঙ্✅গ নিয়ে বিধানসভা উত্তাল, ওয়াক আউট BJPর, শংকর বললেন ফিরহাদের..
সম্প্রতি সংসদ চত্বরে সাংবাদিকদের গতিবিধির উপর নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নয়া সংসদ ভবনের প্রবেশ পথ পর্যন্ত সাংবাদিকদের ঢুকতে নিষেধ করা হয়েছিল। জানানো হয়েছিল, সাংসদদের সঙ্গে কথা বলতে হলে নির্দিষ্ট জায়গাতেই থাকতে হবে তাঁদের। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করাও হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংসদের মকর দ্বার পর্যন্ত সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না। এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় জাতীয় রাজনীতিতে। তারই প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখান সাংবা෴দিকরা। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও সংসদের এই বিজ্ঞপ্তির চরম নিন্দা করা হয়েছে।