হাঁসখালিতে মৃতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই মর্মে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাটি আদালতে গৃহীত হয়েছে। বুধবার মামলার শুনানি হবে। ইতিমধ্যে এই মামলাটির তদন্তভার꧅ সিবিআই নিয়েছে।
মামলাকারীর তরফে আদালতকে জানানো হয়, এই ঘটনায় নির্যাতিতার পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের হুমকির শিকার হতে হচ্ছে। এই বিষয়ে আদালত যেন দ্রুত হস্তক্ষেপ করে। মামলাটির যাতে দ্রুত শুনানি হয়, আদালতের কাছে সেই আর্জিও জানানো হয়। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয়। বুধবার মামলাটি আদালতে 🔜শ𝔉ুনানির জন্য উঠলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এখন কী রায় দেয়, এখন সেটাই দেখার।
এর আগে হাঁসখালি কাণ্ডে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এই মামলায় তদন্ত সংক্রান্ত সব রিপোর্ট সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গয়ালি ছাড়াও আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই আধিকারিকরা এই ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের মুখেই, অ🅰ভিযুক্তের বাবা অর্থাৎ প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে নানা ꦕঅভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবার ও প্রত্যক্ষদর্শীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা যাচ্ছে।