সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২০১৬ এসএসꦡসি প্যানেল বাতিল সংক্রান্ত মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলারটির শুনানি ছিল। কিন্তু অন্য মামলার শুনানি থাকায় ওই SSC সংক্রান্ত মামলাটির শুনানির দিন ২৪ সেপ্টেম্বর করা হয়েছে।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডের একমাস পর এখনও ধৃত সঞ্জয়ই মূল ൩অভিযুক্ত! কীভাবে এগিয়েছে CBI?
পড়তে থাকুন - 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়❀মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু
এদিন সোশ্যাল মিডিয়ায় লাইভে চাকরিপ্🅺রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল। কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি যানি অনেকে ধৈর্য হারাচ্ছেন। কিন্তু বিচারব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই।’ ফিরদৌস শামিম জানান, ২৪ সেপ্টেম্বর প্রথম মামলা হিসাবে বিচারপতি মিশ্রর বেঞ্চে SSC মামলার শুনানি হওয়ার কথা।
আরও পড়ুন - রায় নয়, সঞ্জয় রাই;💫 RG করের অভিযুক্ত আদতে বিহারের লোক, দাবি মমতার, ‘হাওড়🏅ারও…’