রাজ্যের কলকাতার পরেই করোনাভাইরাসের সবথেকে বেশি প্রভাব পড়েছে হাওড়ায়। সেজন্য আগেই হাওড়াকে লাল জোন বা হটস্পটের তালিকায় রাখা হয়েছিল। সোমবার হাওড়ার মোট ৫৬ টি জায়গাকে সংক্রামক বা অতি স্পর্শকাতর হিཧসেবে ঘোষণা করল রাজ্য সরকার।
আরও পড়ুন : স্বল্প উ✤পসর্গ যুক্ত𒅌 করোনা রোগীদের হোম কোয়ারেন্টাইন করা যেতে পারে, বলল কেন্দ্র
সংক্রামক এলাকাগুলির অধিকাংশই হাওড়া পুরনিগমের অন্তর্গ🌌ত। হাওড়া গ্রামীণের ১২টি এলাকা ও উলুবেড়িয়া পুরসভার একটি জায়গাকে সংক্রামক হিসেবে চিহ্নিত করা হ💝য়েছে। হাওড়া জেলার কোন কোন এলাকা সংক্রামক হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার পুরো তালিকা দেখে নিন -
হাওড়া পুরনিগম :
১൲) ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি বাগান লেন এবং ফকির প♊াঠক।
২) ৪ নমꦯ্বর ওয়ার্ডের কালুপাড়া লেন। ৫ নম্বর ওয়ার্ডের শ্রী অর🍬বিন্দ রোড।
৩෴) ৬ নম্বর ওয়ার্ডের উত্তম ঘোষ লেন, গোপাল ঘোষ লেন এবং কৈবর্ত পাড়া লেন।
৪) ১০ নম্বর ওয়ার্ডꦫের ভৈরব দত্ত লেন, এবং নন্দী বাগান লেন।
৫) ১২ নম্বর ওয়ার্ডের অতুল ঘোষ লেন, উপেন্দ্র মিত্র লেন💮, শ্যামাচরণ চৌধুরী লেন এবং বেলিলিয়াস 🙈রোড।
৬) ১৫ নম্বর ওয়ার্ডের সনাতন মিস্ত্রি লেন।
৭) ১৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর জোলাপাড়া মসজিদ লেন, মধুসূদন বিশ্বাস লেন, সাতকড়ি চ্যাটার্জি লেন, রামেশ্বর মালিয়া লেন এবং বসরুদ্দিন মুন্সী ল𝓀েন।
৮) ২০ নম্বর ওয়ার্ডের ৬৬ নম্বর জোলাপাড়া মসজিদ লেন এবং গঙ্গারাম বৈরঙ্গী🐲 লেন।
৯) ২৭ নম্বর ওয়ার্ডের রাজবল্লভಌ সাহা লেন, মহেন্দ্রনাথ রায় লেন꧒ এবং কালিবাবু বাজার।
১০) ২৮ নম্বর ওয়ার্ডের কৈলাস বোস লেন, বরোদাচরণ൩ কেদার ভট্টাচဣার্য লেন এবং গোপাল ব্যানার্জি লেন।
🥃১১) ২৯ নম্বর ওয়ার্ডের চিন্তামণি দে রোড, হাট লেন - মল্লিক ফটক ও মল্লিক ফটক।
১২) ৩০ নম্বর ওয়াꦡর্ডের জিসিআরসি ঘা𒈔ট রোড, কাউয়িস ঘাট রোড এবং বনবিহারী বোস রোড।
১৩) ৩৩ নম্বর ওয়ার্ডের অবিনাশ ব্যানার্জি লেন।
১৪) ৩৪ নম্বর ওয়ার্ডের কালীকুমার মুখার্জি লেন।
১৫) ৩৬ নম্বর ওয়ার্ডের গেঞ্জেস গার্ডেন অ্যাপার্টমেন্ট 💟এবং শালিমার আরপিএফ ব্যারাক।
১৬) ৩৮ নম্বর ওয়ার্ডে নারায়ণ হাসপাতালেꦑর কাছে আন্দুল র🍎োড।
১৭) ৪০ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া লেন।
১৮) ৪১ নম্বর ওয়ার্ডের ক্যারি রোড।
১৯) ৫৯ নম্বর ওয়ার্ডের কাশী মণ্ডল লেন, ঘুসুড়ি।
২০) ৬০ নম্বর ওয়ার্ডের গিরীশ ঘোষ রোড, ঘুসুড়ি।
২১) ৬৪ নম্বর ওয়ার্ডের ভট্টনগর।
উলুবেড়িয়া পুরসভা :
২৭ নম্বর ওযার্ডের আরপিএফ ব্যারাক।
হাওড়া গ্রামীণ এলাকা :
১) বাগনান-২-র সাহারাহ গ্রাম।
২) বালি জগাছার সিআর দাস সরণী, ঘোষ পাড়া।
৩) বালি জগাছার দক্ষিণ চাকপাড়া।
৪) বালি জগাছার ঝাউতলা।
৫) ডোমজ൲ুড়ে꧃র বাল্টিকুড়ি ইএসআই হাউজিং কমপ্লেক্স এবং ওয়াদিপুর।
৬) জগৎবল্লভপুরের একবারপুর এবং লস্করপুর।
৭) সাঁকরাইলের উত্তর ধূলাগড় মল্লিকপাড়া, পঞ্চছাড়া এবং ♉নলপুর গ্র💞াম।
৮) শ্যামপুকুর ১-এর জয়নগর।
আরও পড়ুন : Covid-19: অনুসন𓆉্ধান-পরীক্ষা-আইসোলেশন-চিকিৎসা, করোনা-যুদ্ধের কৌশল জানালেন স্বাস্থ্যমন্ত্রী