তাঁর মৃত্যু সংবাদের গুজবে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। অথচ দিব্যি বেঁচেবর্তে রয়েছেন তিনি। প্রাক্তন CIPM নেতা তথা রাজ্যের মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা তাঁর মৃত্যু সংবাদের খবর꧋ে ব্যথিত। বললেন, সাধারণ মানুষ ভুল করতে পারে। তাই বলে কী করে༺ ছবি দেখিয়ে ভুল খবর প্রকাশ করতে পারে সংবাদমাধ্যম।
♌বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে প্রাক্তন CPIM বিধায়ক ডাক্তার আবদুর রাজ্জাক মোল্লার। ১৯৮৭ সালে ভা🥃ঙড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের বিধায়ক হন তিনি। ৫ বছর বিধায়ক ছিলেন রাজ্জাক মোল্লা। বৃহস্পতিবার সকালে শ্যামনগরের বাসভবনে মৃত্যু হয় তাঁর।
এর পরই চাউর মৃত্যু হয়েছে মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার। কয়েকটি সংবাদমাধ্যম তাঁর ছবি দিয়ে সেই খবর প্রচার করতে শুর🉐ু করে। যাতে বেশ ব্যথিত ৭৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিক।
এদিন তিনি বলেন, ‘নিউটাউনে নিজের বাসভবনে আছি। কাল দেশের বাড়ি ক্যানিং যাব। এরই মধ্যে সকাল থেকে পরের পর ফোন ব൲াজতে শুরু করেছে। কারা ꦇযে এসব করে জানি না। আমি ভাল আছি’।
|#+|