করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে রাজ্যে শিশুদের জন্য নির্ধারিত শয্যার সংখ্যা বাড়াল রাজ্য। সদ্যজাতদের জন্য আইসিইউ শয্যা সংখ্যা বাড়িয়ে ১৩০০ করার ঘোষণা করা হল। পাশাপাশি এসএনসিইউ শয্যার সংখ্যা বাড়িয়ে করা হবে ৩৫০। তাছাড়া সরকারি হাসপাতালে শিশুদের জন্যে জেনারেল শয্যা সংখ্যা বাড়িয়ে ১০ হাজার করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আগেই একটি বিশেষজ্ঞ দল গঠন করার ঘোষণা করা হয়েছিল রাজ্যের তরফে। এদিকে রবিবার শিশুদের জন্য পরিকাঠামো গড়ে তোলা নিয়ে সব জেলার স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে স্বাস্থ্যভবনের একটি ভার্চুয়াল বৈঠক হয়। এরপরই সোমবার ঠিক হয়, বুধবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ।রাজ্যের তরফে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, অগাস্টের মধ্যে রাজ্যে শিশু করোনা রোগীদের জন্য ১৩০০ আইসিইউ এবং ৩৫০ সিক নিউবর্ন কেয়ার ইউনিট তৈরি করা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, এই পরিকাঠামোর জন্য পর্যাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ নেই। তাই জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারদের প্রশিক্ষণ দিতে ১৩ সদস্যের বিশেষজ্ঞ দল গড়া হয়।এদিকে শিশুদের বিপদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়েছে শিশুদের জন্য সেফ হোম। উত্তর কলকাতার পাইকপাড়ার হরেকৃষ্ণ শেঠ লেনে শিশুদের জন্য প্রথম সেফ হোম তৈরি করেছে কলকাতা পৌরনিগম। শিশুদের জন্য এই সেফ হোম তৈরিতে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ সহযোগিতা করছে কলকাতা পৌরনিগমকে।