ফের বিশ্বের দরবারে বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানের জয়জয়কার। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও অন্যদিকে খড়গপুর আইআইটি। QS World University'র Ranking অনুসারে দেশের শ্রেষ্ঠ তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে অন্যতম হল খড়গপুর আইআইটি। অন্যদিকে আর্টস ও হিউম্যানিটিজের ক্ষেত্র♍ে দেশের সেরা পাঁচটির মধ্যে অন্যতম বাংলার যাদবপুর।তবে শুধু দেশের নিরিখে নয়, গোটা বিশ্বের নিরিখেও উল্লেখযোগ্য স্থান অর্জন করেছেন বাংলার এই দুই বিশ্ববিদ্যালয়। আর্টস ও হিউম্যানিটিজের নিরিখে দেশের সেরা ৫০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তাৎপর🔯্যপূর্ণভাবে যাদবপুর গোটা দেশের মধ্যে একমাত্র রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় যেটি সেরা ৫০০র মধ্যে স্থান অর্জন করতে পেরেছে।
অন্যদিকে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিগত ক্ষেত্রে সেরাদের তালিকায় ১০১ নম্বর স♒্থানে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেটা এই বাংলারই। তার নাম খড়গপুর আইআইটি। শুধু তাই নয়, অন্তত ১৯টি বিষয়ের নিরিখে সেরা ১০০র ম🌌ধ্যে জায়গা দখল করেছে এই বিশ্ববিদ্যালয়। কিছুক্ষেত্রে তার স্থান গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। দেশের অন্য়ান্য বিশ্ববিদ্যালয়ের নিরিখে এগ্রিকালচার ও ফরেস্টি এবং স্ট্যাটিসটিক্স ও অপারেশনাল রিসার্চে এই বিশ্ববিদ্যালয়ের স্থান একেবারে ১ নম্বরে। মিনারেল ও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ও পরিবেশবিদ্যাতেও এই বিশ্ববিদ্যালয়ের স্থান দ্বিতীয়।