সামনেই ছট পুজো। এই উপলক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। ছট পুজোর প্রস্তুতি নিয়ে মেয়র ফিহাদ হাকিম কলকাতা পুরসভার আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাতে ঘাটের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিষয়♛ নিয়ে আꦛলোচনা হয়েছে।
আরও পড়ুন: ছটপুজোর জন্য শহরে প্রস্তুতি শুরু, একাধিক কৃত্রি𓆉ম জলাশয় তৈরি করছে কেএমডিএ
এ বছর ছটপুজো হবে আগামী ৭ নভেম্বর এবং চলবে পরের দিন দুপুর পর্যন্ত। তাই বুধবার ছট পুজোর ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন কলকাতা বন্দর, নৌসেনা, দমকল, সিইএসসি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন, পুর সচিব সহ সমস্ত বিভাগের ডিজি, মেয়র পারিষদ সদস্য ও বেশ কয়েক জন বোরো চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গিয়েছে, এবছর ছট পুজোর ব্যবস্থা করা হবে ৪০টি ঘাটে। সাধারণত ছট পুজো উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়। বিশেষ করে গঙ্গা সংলগ্ন ঘাটগুলিতে প্রচুর সংখ্যক পূর্ণার্থীদের ভিড় হয়। বুধবার কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে আয়োজিত এই বৈঠকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে কলকাতা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে এবছর বেঙ্গল ল্যাম্পের কাছে ঘাটকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তার বিকল্প ঘাটের ব্যবস্থা করার জন্য পুলিশকে নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম।