কদিন থেকেই গানে গানে বেশ বিতর্ক তৈ🐻রি করেছেন কুণাল ঘোষ। শুরুটা হয়েছি��ল অরিজিৎ সিংয়ের আরজি কর আবহে তৈরি আর কবে-র প্যারোডি তৈরি করে। এরপর অবশ্য, দুর্গা পুজোয়ও কুণালের লেখা ৩টি গান মুক্তি পায়। আর এবার তো কালীপুজোর উদ্বোধনে গিয়ে সোজা গেয়ে বসলেন, ‘আমার মায়ের পায়ের জবা হয়ে’।
কুণাল নিজেই গান গাওয়ার ভিডিয়োটি শেয়ার করে নিয়েছেন ট🍨ুইটারে। আর ক্যাপশনে লিখেছেন, ‘৩৩ নম্বর ওয়ার্ড, শ্রীশ্রী কালীপুজোর উদ্বোধন। সঙ্গে মেয়র ফিরহাদ হাকিম।’ ভিডিয়োতে দেখা গেল, কুণলের গান শুনে বেশ তালে তালে পা ঠুঁকছেন ফিরহাদ। মুখেও চওড়া হাসি। একটু সুর-তাল কাটলেও মন্দ লাগেনি যে উপস্থিত সকলের, তা স্পষ্টই বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: জলি এলএলবি ২ থেকে তাঁকে বাদ দিয়ে নেওয়া হౠয় অক্ষয়কে! মনে কি রাগ ⛦আছে আরশাদের?
এক নেটিজেন এই ভিডিয়োতে মন্তব্য করেন, ‘কুণাল @ꦛমমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকাল গান গাইছে। একটি কুকুর এই মুহূর্তে ওই পাড়ায় নেই, কারণ🃏 ভয় পেয়ে পালিয়েছে। আগেকার দিনে গুন্ডা-ডাকাত-চোরেরা কলকাতা বা বাংলায় বড় কালীপুজো করত।এখন তৃণমূলীরা।’ আরেকজন লিখলেন, ‘বাহ ভালোই তো গান আপনি। জয় মা।’ আরেকজনের গলাতেও আবার কটাক্ষের সুর। লিখলেন, ‘এটাতে এত সুর কিন্তু প্রিজন ভ্যানের সুরটা বেশি ভালো ছিল’।
বিগত কয়েকমাস ধরে টলিউডের একাধিক তারকার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন কুণাল ঘোষ। আরজি কর নিয়ে যে তারকারাই শাসক দলের সঙ্গে বিবাদে জ♓ড়ান, তাঁদের নিয়ে নানা ধরনের পোস্ট এসেছেন কুণালের প্রোফাইলে। সেই তালিকায় নাম আছে শ্রীলেখা মিত্র, সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়দের। এমনকী, বাদ যাননি অরিজিৎ সিং-ও।
আরও পড়ুন: ‘নামব গেমে?’, চ্যালেঞ্জ দিল বং গাই! পালটা তৃণমূল সমর্ꦦথক, ‘যে কুকুর চিল꧒্লায় সে…’
রবিবার পূর্ব মেদি🦩নীপুরের পাঁশকুড়ার মাইসোরায় শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলে তৃণমূলের 𝄹বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে কুণাল ঘোষকে বলতে শোনা যায়, ‘সবেমাত্র তিনবারের মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা পেয়েছে বাংলায়। ২৬ আসছে। ২৫০ আসনের টার্গেট করে তৃণমূল লড়বে। দিল্লির সন্ত্রাসের বিরুদ্ধে ২৯৪টি আসনেই চোখে চোখ রেখে লড়াই হবে সিপিএম-বিজেপির কুৎসার বিরুদ্ধে। চতুর্থবারের মতো শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’