ভুয়ো IAS দেবাঞ্জন দেবে জালিয়াতিতে অন্যতম হাতিয়ার করেছিল কলকাতা পুরসভার নামে তৈরি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে। একটি বেসরকারি ব্যাঙ্কের কসবা শাখায় কলকাতা পুরসভার নামে ওই অ্যাকাউন্ট থেকেই সে জারি করত চেক। কী ভাবে নিয়ম না মেনে ওই অ্যাকাউন্ট খোলা হল তা নিয়ে ওই ব্যাঙ্কের বিরুদ্ধে এবার পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। শনিবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।তিনি বলেন, নিয়ম না মেনে কী করে পুরসভার নামে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হল তার তদন্ত হবে। ইতিমধ্যে FIR দায়ের হয়েছে। উপযুক্ত নথি ও পদ্ধতি না মানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ফোরামে নালিশ জানাবে পুরসভা।কলকাতা পুরসভার নামে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ২ আধিকারিকের নাম করে খোলা হয়েছিল তাদের কোনও অস্তিত্বই নেই বলে জানিয়েছেন গোয়েন্দারা। ভুয়ো আইডেনটিটি কার্ড বানিয়ে ওই অ্যাকাউন্ট খোলে দেবাঞ্জন। তার পর সেই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা করে একের পর এক ব্যবসায়ীর সঙ্গে। ওই অ্যাকাউন্ট থেকে জারি করে চেক। কলকাতা পুরসভার অ্যাকাউন্ট থেকে চেক আসায় সন্দেহ হয়নি কারও। অনেকে ওই অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকাও পাঠান। ওই অ্যাকাউন্ট থেকে মোটা টাকা তুলেছেন দেবাঞ্জনের ২ সহযোগী।ফিরহাদ জানিয়েছেন, এই কাজে কলকাতা পুরসভার কেউ যুক্ত থাকলে কড়া পদক্ষেপ করা হবে তাঁর বিরুদ্ধে। এব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়ে এখনো মেলেনি।