শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশে কাজের জন্য কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-এ পরিষেবায় পরিবর্তন ঘটেছে গত ১১ নভেম্বর থেকে। এর জেরে ১২ মিনিটের বদলে মেট্রো যাত্রীদের কখনও ২০ মিনিট তো কখনও আধ ঘণ্টা পর্যন্ত অপক্ষা করতে হচ্ছে। আর অফিস টাইমে এর জেরে ভিড় বাড়ছে। এর মধ্যেই ঠাসাঠাসি করে কোনও ক্রমেই মেট্রোতে উঠতে হচ্ছে যাত্রীদের। এই আবহে নিত্যযাত্রীদের ভোগান্তি কিছুটা কমাতে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এই নিয়ে রিপোর্টে দাবি করা হয়েছে, বর্তমানে যে সংখ্যক মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে, তার থেকে ছ’টি ট্রেন বেশি মেট্রো চালানো হবে ১৮ নভেম্বর থেকে। আপ এবং ডাউন লাইন মিলিয়ে এই পরিষেবা বৃদ্ধি করা হবে। (আরও পড়ুন: 'বেলডাঙায় বাংলাদেশের কায়দায় হিন্দജু নিধন চলছে', মমতাকে তোপ দেগে বিস্ফোরক সুকান্ত)
আরও পড়ুন: কেমন দেখতে হতে পারে টিটাগড়ে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রে🎶ন? ভাইরাল ছবি
আরও পড়ুন: হাওড়া ব্রিজে সেলফি তুলতে গিয়ে বাধা পেয়েছেন? জানেন কেন ওখানে ছবি তোলা ন൲িষিদ্ধ?
রিপোর্টে দাবি করা হয়েছে, গ্রিন লাইন ২-তে মাঝে মাঝে এত বেশি ভিড় হচ্ছে যে মেট্রোর গেটই বন্ধ হচ্ছে না। উল্লেখ্য, হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে পূর্ব এবং পশ্চিমমুখী দু'টি লাইনেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, আবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল করে। তবে রিপোর্ট অনুযায়ী, বর্তমানে হাওড়া ময়দান থেকে পশ্চিমমুখী টানেলে মেট্রো মহাকরণ পর্যন্ত যাচ্ছে। কারণ সেই লাইনে এসপ্ল্যানেডের দিকে দাঁড়িয়ে আছে দু'টি ছয় কামরার মেট্রো রেক। এদিকে পূর্বমুখী টানেলে আগেরই মতো গোটা এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে ছুটছে মেট্রো। এসপ্ল্যানেড-শিয়ালদা অংশে মেট্রোর কাজ সম্পন্ন করতেই গ্রিন লাইন ২-তে পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের মধ্যে ১৫০টি পরিষেবা চলার কথা। কিন্তু কাজ চলার কারণে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৭৬টি পরিষেবা মিলছে আপাতত। তবে সোমবার থেকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৮২টি পরিষেবা চলবে। (আরও পড়ুন: যৌনাঙ্গ কেটে ম꧂ুখে গুঁজে দেওয়া হল! উদ্ধার হল শিক্ষকের মৃতদেহ, তদন্তে পুলিশ)
আরও পড়ুন: হাওড়া ব্রিজে সেলফি তুলতে গিয়ে বাধ🔴া পেয়েছেন? জানেন কেন ওখানে ছবি তোলা নিষিদ্ধ?
আরও পড়ুন: এবার সরকারি কর্মীদের🐈 ন্যূনত বেতন বেড়ে হবে ৫১,৪৫১? বড় দাবি খোদ JCM সচিবের
এদিকে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এসপ্ল্যানেড-শিয়ালদা অংশের ২.৫ কিলোমিটার মেট্রোপথের কাজ সম্পন্ন করতে গেলে আপাতত মেট্রো পরিষেবা কিছুটা ব্যাহত হবেই। হাওড়া-এসপ্ল্যানেড রুটে যাত্রীদের এই সমস্যা সাময়িক। উল্লেখ্য, পশ্চিমমুখী সুড়ঙ্গের দুর্গা পিতুরি লেনের তলায় যে শাফট আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) অনুমোদনের জন্য ওই শাফট পুরোপুরি তৈরি করতে হবে। এমনিতে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনের দূরত্ব ১৬ কিলোমিটারের বেশি। আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদার মধ্যে ৯.৪ কিমি এবং হাওড়া ময়দান থেকে🌟 এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি অংশে পরিষেবা চালু আছে। শুধু এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে ২.৫ কিমি অংশে মেট্রো চলছে না।