🀅 ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জন্য রবিবার বাড়তি এক জোড়া ট্রেন চালাবে কলকাতা মেট্রো। রবিবার রাতে একটি মেট্রো এসপ্ল্যানেড (ধর্মতলা) থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে। অপরটি যাবে দক্ষিণেশ্বরে।
🅠আগামিকাল (রবিবার) ইডেনে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ আছে। সেই ম্যাচের জন্য বাড়তি এক জোড়া মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১০ টা ৩০ মিনিটে আপ অভিমুখে (দক্ষিণেশ্বরের দিকে) এবং ডাউন (কবি সুভাষের দিকে) অভিমুখে একটি করে ট্রেন চালানো হবে। যাত্রাপথের সব স্টেশনেই তা দাঁড়াবে। দুটি মেট্রোই গন্তব্যস্থলে পৌঁছাবে রাত ১১ টা ৩ মিনিটে। সেই বিশেষ পরিষেবার জন্য এসপ্ল্যানেডে টিকিট কাউন্টার খোলা থাকবে। সেখান থেকে স্মার্ট কার্ড এবং টোকেন মিলবে।
🍷এমনিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল। রবিবার রাতে হাওড়া-খড়্গপুর স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। যা রাত ১০ টা ৪৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং সব স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে, দর্শকদের কথা মাথায রেখে রবিবার প্রিন্সেপ ঘাট থেকে বারাসত পর্যন্ত একটি ১২ কোচের লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। প্রিন্সেপ ঘাট থেকে রাত ১০ টা মিনিটে সেই ট্রেন ছাড়বে। বারাসতে পৌঁছাবে রাত ১১ টা ৪৫ মিনিটে। কোন কোন স্টেশনে সেই ট্রেন দাঁড়াবে এবং কখন ছাড়বে, তা দেখে নিন -
- প্রিন্সেপ ঘাট - রাত ১০ টা ৩০ মিনিট।
- ইডেন গার্ডেন্স - রাত ১০ টা ৩৭ মিনিট।
- বিবাদী বাগ - রাত ১০ টা ৪১ মিনিট।
- বাগবাজার - রাত ১০ টা ৫২ মিনিট।
- কলকাতা - রাত ১১ টা।
- দমদম জংশন - রাত ১১ টা ১৩ মিনিট।
- দমদম ক্যান্টনমেন্ট - রাত ১১ টা ১৯ মিনিট।
- দুর্গানগর - রাত ১১ টা ২২ মিনিট।
- বিরাটি - রাত ১১ টা ২৫ মিনিট।
- বিশরপাড়া কোদালিয়া - রাত ১১ টা ২৮ মিনিট।
- নিউ ব্যারাকপুর - রাত ১১ টা ৩১ মিনিট।
- মধ্যমগ্রাম - রাত ১১ টা ৩৪ মিনিট।
- হৃদয়পুর - রাত ১১ টা ৩৭ মিনিট।
- বারাসত - রাত ১১ টা ৪৫ মিনিট (পৌঁছাবে)।