মুখ্যসচিবের দেওয়া অনশন প্রত্যাহারের 'শর্ত' না মেনেই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করতে যাবেন জুনিয়র ডাক্তাররা। আর এই আবহে বৈঠক ভেস্তে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পালটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আজ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেখানে তিনি দাবি করেন, যদি বৈঠক ভেস্তে যায় এবং তার জেরে কোনও রোগীর ক্ষতি হয়, তাহলে যেন দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতোর নামে এফাইআর করা হয়। (আরও পড়ুন: ফোন থেকে কী মোছেন সন্দীপ-অভিজিৎ? এ✤খন সেই তথ্যই ꦉঘোড়াতে পারে তদন্তের মোড়)
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, শীঘ൲্রই পালটে যাবে আবহাওয়া, ভারী বৃষ্টিতে ডুববে কলকাতাও
আরও পড়ুন: 'সপ💦্তম বেতন কমিশনের সুবিধা...', রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় রায় আদাಞলতের
কুণাল ঘোষ আজ নিজের পোস্টে লেখেন, 'যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য জেদে ভেস্তে দিয়ে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হয়, তাহলে বাংলার কোনও রোগীর কোনো ক্ষতি হলে নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ অনিকেত মাহাতোর নামে যেন এফআইআর হয়। তাঁরাই চক্রান্তের মাতব্বর। তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও চিকিৎসকের নাম যোগ করবেন। চিকিৎসা আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত কার আইনত অপরাধ।' (আরও পড়ুন: 'এটা খুন', শব্দবাজিত൩ে মৃত্যু মহুয়ার উদ্ধার করা কুকুরের, পুলিশকে তোপ TMC সাংসদের)
আরও পড়ুন: 'কোটি কোটি টাকার বকেয়া মেটানোর পর...', এই কর্মীদের ডিএ বাড়ল ৪%, প্রশꩵংসা C🐎M-এর