কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই বিধানসভায় সৌজন্যের নজির গড়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডেকে নিয়ে এসে কথা বলেছেন। এবার সৌজন্যের আরও একধাপ পথে এগোতে চলেছে রাজ্য সরকার। আর এই ঘটনা ঘটলে সেটা হবে আরও বড় মাস্টারস্ট্রোক। কারণ বিরোধীদর তোলা অভি🔯যোগ একলপ্তে খারিজ হয়ে যাবে। তাঁরাই বারবার অভিযোগ তুলেছেন, সরকারি অনুষ্ঠানে ডাকা হয় না ব🀅িজেপি বিধায়কদের। তাই এই পদক্ষেপ করা হচ্ছে।
বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারি অনুষ্ঠানে বিজেপি বিধায়কদের না ডাকা নিয়ে অভিযোগ তোলেন। তার জবাবে মুখ্যমন্ত্রী একাধিক উদাহরণ দিয়ে বিরোধী দলের সদস্যদের সরকারি অনুষ্ঠানে আমন্ত্র🥀ণ জানানোর ঘটনার উল্লেখ করেন। সূত্রের খবর, এই অভিযোগের পরেই মুখ্যমন্ত্রী তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকদের নির্দেশ দেন, আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে বিজেপি বিধায়কদের আমন্ত্রণপত্র পাঠান।
নবান্ন থেকে আমন্ত্রণপত্র পেলে কি তাঁরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে যাবেন? এই নিয়ে সেভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও যাওয়ার সম্ভাবনা তেমন নেই। কারণ মুখ্𒈔যমন্ত্রীর ডাকে বিধানসভায় তাঁর ঘরে গিয়ে দেখা করলেও বিরোধী দলনেতা জানিয়েছিলেন, এই ঘটনꦜায় আহ্লাদিত হওয়ার প্রয়োজন নেই। সংসদীয় গণতন্ত্রে শাসক–বিরোধীর মধ্যে সৌজন্য থাকবে, এটাই স্বাভাবিক। এই প্রেক্ষাপটে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার জানান, বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করলেও, রা🐠জ্য সরকারকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না তাঁরা। তাই আমন্ত্রণপত্র পেলেই বিজেপি বিধায়করা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাবেন সেটা ভাবার কারণ নেই।