আরজি কর মেডিক্যাল কলেজ মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার সিবিআই সঠিক তদন্ত করলে গ্রেফতা🐼র হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর এই মন্তব্য করলেন ভাঙড়ের আইএস💟এফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। সঙ্গে পূর্ব বর্ধমানের নান্দুরে রাস্তার পাশ থেকে আদিবাসী তরুণীর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনারও বিচার দাবি করেন তিনি।
আরও পড়ুন - মহিলাদের🎃 নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করুন, RG করের ঘটনার পরে একগুচ্ছ পরামর্শ
পড়তে থাকুন - ‘এত ইস্যু হল’, চাপে পড়ে মমতার নির্দেশে ৪২ ডাক্তারের বদলির নির্দ꧂েশ বাতিল রাজ্যের
শনিবার আরজি করে নিহত চিকিৎসকের বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন নওসাদ সিদ্দিকি। এর পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, আরজি করের ঘটনা শুধুমাত্র খুন বা ধর্ষণ নয়। এর পিছনে অনেক রহস্য লুকিয়ে রয়꧟েছে। সিবিআই সঠিক তদন্ত করলে এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীও গ্রেফতার হতে পারেন।
একই সঙ্গে পূর্ব বর্ধমানের নান্দুরে রাস্তার পাশ থেকে আদিবাসী তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় সুবিচার দাবি করেন তিনি। ব🐻লেন, সেখানে ৩ দিন ক𒅌েটে গেলেও কেউ গ্রেফতার হল না। গ্রামের মানুষ চিরকালই উপেক্ষার শিকার। তাদের প্রয়োজন শুধু শহরে রাজনৈতিক দলের জনসভা ভরাতে।
আরও পড়ুন - মহিলাকে নগ্ন করে মারধর–দৌড় করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধ🍨ে, নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূল
আরজি কর কাণ্ডের তদন্তে নেমে মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করছে সিবিআই। সূত্রের খবর, কার নির্দেশে চিকিৎসকের বাবা - মাকে তরুণী আত্মঘাতী হয়েছেন বলে জানানো হয়েছি, তা সন্দীপবাবুর থেকে জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে কার নির্দেশে চার তলার সেমিনার হল লাগোয়া ঘর ও শৌচাগার তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু হল তাও জানতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এই সবꦬ তথ্য জানতে ২ দিনে সন্দীপ ঘোষকে ২১ ঘণ্টা জেরা করে ফেলেছেন গোয়েন্দারা।