আরজি করের সেমিনার হলের ভেতর ধর্ষণ করে খুন করা হয়েছিল মহিলা চিকিৎ🐲সককে। গোটা দেশ শিউরে উঠেছে। দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। কিন্তু কী বলছেন সেই চিকিৎসকের মা?
সংবাদ সংস্থা এএনআইকꦓে দেওয়া সাক্ষাৎকারে মৃত চিকিৎসকের মা জানিয়েছেন,
‘প্রথমে হাসপাতাল থেকে ফোন করা হয়েছিল। বলেছিল আমরা আরজি কর হাসপাতাল থেকে বলছি। আপনার মেয়ে অসুস্থ। এটুকু বলে লাইন কেটে দিয়েছেন। এরপর আমি ফোন করি। বলি আমার মেয়ের কী হয়েছে? তো উনি বলেন আমি তো ডাক্তার নই। ডাক্তারই বলবেন কী হয়েছে। আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তারই বলবেন কী হয়েছে। আপনারা আসুন। তখন আমরা ড্রাইভারকে নিয়ে যখন যাচ্ছি তখন উনি আবার ফোন করলে🧔𝐆ন। তখন উনি বললেন , আপনারা কী আসছেন? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। আপনার মেয়ে সুইসাইড করেছে।’
কখন বললেন একথা?
‘শুক্রবার ১০টা ৫৩ মিনিটে তিনি একথা বলেছিলেন। তখনই ফোন এসেছিল। আমরা সাথে সাথে পৌঁছই। গাড়ি নিয়ে যেতে যতক্ষণ লাগে। আমাদের༺ বসিয়ে রেখেছিল। দেখতে দেয়নি। বসে রয়েছি।ꦑ ৩টের সময় দেখতে দিয়েছিল।’
দেহ কি আপনারা দেখেছিলেন?
‘হ্যাঁ আমরা দেহ দেখেছিলাম।’
কী দেখলেন?
‘প্যান্টটা খোলা ছিল, ফেলা ছিল। গায়ে শুধু একটা জামা ছিল। চাদর দিয়ে ঢাকা ছিল। হাতটা এরকম ভাঙা ছিল। চোখ দিয়ে রক্ত পডꦚ়ছিল। মুখ দিয়ে রক্ত পড়ছিল। ’
যেখানে ঘটনা হয়েছিল সেখানেই কি দেখলেন?
'কী করে বলব যে ওখানেই হয়েছে? '
বডি কি সেমিনার হলেই ছিল?
'সেমিনার হলেই দেখেছিলাম মেয়েকে। '
আপনাদের তো বলা হল মেয়ে সুইসাইড করেছে। আপনার প্রতিক্রিয়া কী?
'না আমি বলেছি, আমার মেয়ের এই অবস্থা দেখে কেউ বলবে না যে সুইসাইড করেছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ খুন করে ফেলেছে। আমি বলেছিলাম,🍨 আমার মেয়📖েকে অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম। এরা আমার মেয়েকে খুন করেছে।
কারোর উপর কি সন্দেহ করছেন যে মেয়ে আপনাকে আগে থেকে বলেছিল?
'না, মানসিক একটা প্রেসার ছিল। কিন্তু কোনও দিন এমন কিছু বলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেনি।
না আমায় কিছু বলেননি। '
সিএম আপনাকে ফোন করেছিলেন, তা নিয়ে কী বলবেন?
‘বলেছিলেন যে আপনার বাড়ি যাব, সব কিছু ঠিক হয়ে যাবে, দোষীদের ধরে ফেলব। কিছুই তো হল না। কে♉উ ধরা পড়ল। বা কোনও ক্লু পেল। ’
একজন ধরা পড়েছে…
‘ওকে তো কিছু মনেই করছি না। ভেতরের লোক না থাকলে কীভাবে জানল যে আমার মেয়ে ওখ🍨ানে আছে।’
আমার মনে হচ্ছে পুরো ডিপার্টমেন্ট দায়ী। আশাতেই বাঁচব। সিবিআই নিয়ে। আমাদের সব হারিয়♒ে গিয়েছে। '
রাজ্য সরকার যে বলছে কলকাতা পুলিশ ভালো কাজ করেছে…
সেই প্রশ্নের উত্তরে মৃত চিকিৎসকের মা বলে, একটুও ভালো কাজ করেনি। আমাদের সিএম প্রতিবাদটা বন্ধ করার চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে। আজকে ১৪৪ ধারা জারি করেছে যাতে মানুষ প্রতিব♍াদটা না করতে পারে মানুষ।
সিপি সেদিন হাসপাতালে ছিলেন কী বলবেন?
উনি কোনও সহযোগিতা করেননি। বরং কেসটা যাতে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যা🦂য় সেই চেষ্টাই করছিলেন। তাড়াতাড়ি পোস্টম🍌র্টেম, তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেওয়া….