'শিক্ষামন্ত্রীর সন্ধান চাই' পোস্টার লিখে বিকাশ ভবনের সামনে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখালেন শিক্ষিকারা। তাঁদের দাবি বার বার তাঁরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার জন্য আর্জি জানিয়েছেন। কিন্তু কোনওভাবেই তিনি দেখা করতে চাননি। এদিন তাঁরা বিকাশ ভবনের গেটের সামনে ফুটবল নিয়ে খেলতেও শুরু করে দেন। বিকাশ ভবনের গেটের পাশে পোস্টার পড়ে বাংলার শিক্ষামন্ত্রী ত্রিপুরা, বাংলার শিক্ষকরা অসহায়। এদিকে এই অভিনব আন্দোলনকে ঘিরে ব্যপক শোরগোল পড়ে যায়। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে তাঁরা এদিন এই বিক্ষোভ শামিল হন। আন্দোলনকারীদের অন্যতম অনিমা নাথ বলেন, ‘শিক্ষামন্ত্রী দফতরে নেই। শিক্ষকরা কেন এভাবে বঞ্চিত থাকবেন? এসএসকে, এমএসকে শিক্ষকরা নানা দিক দিয়ে বঞ্চিত। আমরা বার বার এনিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি। কিন্তু কোনওভাবেই তাঁর দেখা পাওয়া যায়নি।’ এদিকে শিক্ষিকাদের এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়়ায়। আন্দোলনকারীদের দাবি, পুর ও নগর উন্নয়ন দফতরের আওতায় থাকা শিক্ষক, শিক্ষিকাদের শিক্ষাদফতরের আওতায় আনার ব্যাপারে বার বার আবেদন জানানো হচ্ছে। কিন্তু দাবি পূরণ হচ্ছে না। বেতন পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে না। অবসরকালীন ভাতা থেকে তাঁরা বঞ্চিত। পাশাপাশি জীবন ও জীবিকার নিশ্চয়তা থেকে সকলেই বঞ্চিত। কিন্তু এব্যাপারে সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। এদিন পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে কার্যত টেনে পুলিশের গাড়িতে তোলে।