জোড়া খুনের অভিযোগের একটি তদন্তের দায়িত্বে ছিলেন আইপিꦺএস দময়ন্তী সেন। তবে এবার সেই আইপিএস দময়ন্তী সেন জোড়া খুনের অভিযোগের তদন্ত থেকে অব্যাহতি চাইলেন। কলকাতা হাইকোরꩵ্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন করেছেন আইপিএস দময়ন্তী সেন।
কোন ঘটনার স্পেশাল ইনভেসটিগেশন টিমের দায়িত্বে ছিলেন 𒅌আইপিএস দময়ন্তী সেন?
২০১৮ সালে ১৪ মে কাকদ্বীপে স্থানীয় সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী উষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছিল। সেই সময় এই ঘটনাকে ঘিরে অত্যন্ত শোরগোল পড়েছিল। এরপর সেই ঘটনার তদন্ত শুরু হয়। ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে মারা হয়েছিল বলে অভিযোগ। এরপর ২০২৩ সালের জানুয়ারি মাসে বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ সিট গঠনের নির্দেশ দিয়েছিল। সেই সময় বলা হয়েছিল সিটের নেতৃত্ব দেবেন দময়ন্তী সেন। সেই সময় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ওই আইপিএস অফিসারকেই সিটের বাকি আধিকারিকদের বেছে নিতে হবে। তবে এবার সেই দময়ন্তী সেনই তদন্তের দায়িত্ব থেকে অব্যাহত🐽ি 💝চেয়েছেন।
এদিকে এই খুনের মামলায় একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছিল বলে খবর। এদিকে সেই মামলার তদন্তকে ঘিরে নানা সময়💜 নানা প্রশ্ন উঠেছিল। এবার সেই মামলার তদন্তে থেকে অব্যাহতি চা💫ইলেন আইপিএস দময়ন্তী সেন।